ঢাকা রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫

পিএসসিতে নতুন ৬ সদস্য নিয়োগ

পিএসসিতে নতুন ৬ সদস্য নিয়োগ

ফাইল ফটো

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫ | ১৮:৩৫ | আপডেট: ০২ জানুয়ারি ২০২৫ | ১৮:৪১

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) নতুন আরও ছয়জন সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেছেন উপসচিব আবুল হায়াত মো. রফিক।

নতুন যারা নিয়োগ পেয়েছেন তারা হলেন- অধ্যাপক ড. শাহনাজ সরকার, মো. মুনির হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ এফ জগলুল আহমেদ, ড. মো. মিজানুর রহমান, সাব্বির আহমেদ চৌধুরী ও অধ্যাপক ডা. সৈয়দা শাহিনা সোবহান।

এর আগে অক্টোবরে পিএসসি পাঁচজন সদস্যকে নিয়োগ দেয়। তাঁরা হলেন ডা. মো. জামাল উদ্দিন, এ এস এম গোলাম হাফিজ, মো. জহিরুল ইসলাম, ড. চৌধুরী সায়মা ফেরদৌস ও ড. এম সোহেল রহমান। ওই প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের ১৩৯৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাদের বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের সদস্য পদে সানুগ্রহ নিয়োগ প্রদান করলেন। সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুসারে তারা দায়িত্বভার গ্রহণের তারিখ হতে ৫ বছর বা তাদের ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া-এর মধ্যে যা আগে ঘটে, সে কাল পর্যন্ত বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের সদস্য পদে বহাল থাকবেন।

এর আগে পিএসসির চেয়ারম্যান হিসেবে মোবাশ্বের মোনেমকে নিয়োগ দেয় সরকার। আগের চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ পিএসসির ১২ সদস্য সম্প্রতি পদত্যাগপত্র জমা দেন। এরপরই পিএসসির নতুন চেয়ারম্যান ও সদস্য নিয়োগ দেয় সরকার।

৫ আগস্ট সরকার পতনের পর থেকে কার্যত স্থবির হয়ে পড়ে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। কর্মকর্তাদের একের পর এক নিয়োগ পরীক্ষা স্থগিত হয়। 

আরও পড়ুন

×