মুন্নী সাহা ও তার স্বামীর সম্পদ অনুসন্ধানে নামছে দুদক
সাংবাদিক মুন্নী সাহা। ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫ | ২০:২৭ | আপডেট: ০২ জানুয়ারি ২০২৫ | ২১:৪৪
সাংবাদিক মুন্নী সাহা ও তার স্বামী কবির হোসেন তাপসের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার কমিশন এই সিদ্ধান্ত নেয়।
এদিন দুদক মহাপরিচালক ও মুখপাত্র আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। মুন্নী সাহা ‘এক টাকার খবর' নামে একটি সংবাদমাধ্যমের সম্পাদক। আর কবির হোসেন তাপস এমএস প্রমোশনাল নামে একটি বিজ্ঞাপনী সংস্থার স্বত্ত্বাধিকারী।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, এমপি ও প্রভাবশালীদের দুর্নীতির বিভিন্ন অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুদক। ওই সময়ে ‘সুবিধাভোগী’ হিসেবে মুন্নী সাহার নামে অভিযোগ রয়েছে।
দুদক সূত্র জানায়, মুন্নী সাহার নিজ নামের ব্যাংক হিসাবে ১৩৪ কোটি টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে। টাকা উত্তোলনের পর বর্তমানে স্থিতি রয়েছে ১৪ কোটি টাকা। এছাড়া তার নামে-বেনামে রয়েছে বিপুল পরিমাণ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ। মুন্নী সাহার স্বামীর নামেও অবৈধ সম্পদের তথ্য পাওয়া গেছে।
বঙ্গবন্ধুর ম্যুরাল তৈরি নিয়ে অভিযোগ
কয়েক হাজার কোটি টাকা ব্যয়ে দেশজুড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য-ম্যুরাল তৈরিতে সরকারি অর্থ অপচয় ও তছরুপের অভিযোগও অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। শিগগির এ বিষয়ে অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ দিয়ে কার্যক্রম শুরু হবে।
একই সঙ্গে দেশজুড়ে মুজিব কিল্লা নির্মাণ, সংস্কার ও উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক, সংশ্লিষ্ট ঠিকাদার ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা তছরুপ, অতিরিক্ত বিল দেওয়া, গভীর নলকূপের দুই-তৃতীয়াংশ বিকল ও বিভিন্ন অনিয়মের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।