ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

উন্নত চিকিৎসার দাবি

সারজিস আলমের আশ্বাসে শাহবাগ ছাড়লেন অভ্যুত্থানে আহতরা 

সারজিস আলমের আশ্বাসে শাহবাগ ছাড়লেন অভ্যুত্থানে আহতরা 

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে শাহবাগ সড়ক অবরোধ করেন জুলাই-আগস্ট অভ্যুত্থানে আহতরা

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫ | ২১:৫৬

উন্নত চিকিৎসার দাবিতে রাজধানীর শাহবাগ সড়ক অবরোধ করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন জুলাই-আগস্ট অভ্যুত্থানে আহতরা। তাদের অভিযোগ, হাসপাতালে উন্নত চিকিৎসা পাচ্ছেন না। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সারজিস আলম বিষয়টি খতিয়ে দেখের আশ্বাস দিলে সড়ক ছাড়েন তারা।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালের সামনে শাহবাগ থেকে ফার্মগেটমুখী সড়ক অবরোধ করেন তারা। ওই সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

আহতদের বিক্ষোভের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সারজিস আলম বলেন, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে চিকিৎসার অবহেলার কারণে বিএসএমএমইউ পরিচালকের পদত্যাগের দাবি জানান আহতরা।

আহতদের পক্ষ থেকে সারজিস আলমের কাছে চিকিৎসা অবহেলা, অপর্যাপ্ত খাবার এবং চিকিৎসকদের দুর্ব্যবহারের অভিযোগ তোলা হয়।

তাদের দাবি, গণঅভ্যুত্থানের মতো ঐতিহাসিক ঘটনার অংশীদার হয়েও তারা উপযুক্ত চিকিৎসা ও সেবা পাচ্ছেন না।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতরা সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাস্তা অবরোধ করেছিল। খবর পেয়ে আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম সেখানে যান। তিনিসহ আমরা তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিয়েছি। প্রায় আধ ঘণ্টা অবস্থানের পর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তারা সড়ক থেকে সরে যান। এরপর যান চলাচল স্বাভাবিক।

আরও পড়ুন

×