পাসপোর্ট বিভাগের দুর্নীতি জিরো লেভেলে নামিয়ে আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫ | ১২:৪১ | আপডেট: ০৬ জানুয়ারি ২০২৫ | ১৭:৪৩
অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পাসপোর্ট বিভাগের দুর্নীতি জিরো লেভেলে নামিয়ে আনতে হবে। পাসপোর্ট পেতে এখনও মানুষকে অনেক অপেক্ষা করতে হয়। এটার সমাধান করতে হবে।
সোমবার সকালে রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অধিদপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ৩১ জানুয়ারির পর অবৈধ কোন বিদেশি বাংলাদেশে অবস্থান করতে পারবে না। যদি কোন বিদেশি ভিসা ছাড়া বাংলাদেশে অবস্থান করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘জেলা পর্যায়ে যে অফিসগুলো আছে সেখানে লোকজনের পাসপোর্ট পেতে অনেক সময় লেগে যায়। সব সমস্যা কমানোর জন্য ৩১ ডিসেম্বরের মধ্যে আমরা সব ইলেক্ট্রনিক পাসপোর্ট করে ফেলব।’
তিনি বলেন, পাসপোর্ট প্রদানের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন তুলে দেওয়ার একটি চিন্তাভাবনা করা হচ্ছে। তবে পুলিশ ভেরিফিকেশন তুলে দিলে অনেকেই ভুয়া নাম ঠিকানায় পাসপোর্ট করার সুযোগ পাবে।
সম্প্রতি রোহিঙ্গারা অনেকে পাসপোর্ট করেছেন, এ প্রসঙ্গে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এ কারণেই পুলিশ ভেরিফিকেশনটা তুলে দেওয়া হচ্ছে না। তবে পুলিশ সংস্কার কমিশন এ ব্যাপারে কী মতামত দেয় সেটিও দেখতে হবে।’
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল নূরুল আনোয়ার, ই-পাসপোর্ট প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নুরুস ছালাম, পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মাসব্য) এ.টি.এম আবু আসাদ, অতিরিক্ত মহাপরিচালক (ভিসা ও পাসপোর্ট ও পলিসি) সেলিনা বানুসহ ঊর্দ্ধতন কর্মকর্তারা।
- বিষয় :
- পাসপোর্ট
- স্বরাষ্ট্র উপদেষ্টা