ঢাকা রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫

পিলখানা হত্যাকাণ্ড

কারাবন্দিদের মুক্তিসহ তিন দাবিতে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি

কারাবন্দিদের মুক্তিসহ তিন দাবিতে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি

শহীদ মিনারে রাতে অবস্থান কর্মসূচি পালন করছেন বিডিআর বিদ্রোহের ঘটনায় কারাবন্দি জওয়ানদের পরিবার ও স্বজনরা। ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫ | ২২:৫৩

রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহের হত্যা মামলার পুনঃ তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত এবং কারাবন্দিদের মুক্তিসহ তিন দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন তাঁদের পরিবার ও স্বজনেরা। আজ বুধবার রাতে তাঁরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করবেন।

দাবিগুলো হলো পিলখানা হত্যাকাণ্ডে দণ্ডিত বিডিআর সদস্যদের মুক্তি, মিথ্যা মামলা বাতিল, চাকরিচ্যুতদের পুনর্বহাল ও পুনর্বাসন এবং পিলখানা হত্যা মামলায় পুনঃ তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করা।

এর আগে পিলখানা হত্যাকাণ্ডের পুনঃতদন্ত, চাকরিচ্যুতদের পুনর্বহাল, কারাবন্দিদের মুক্তিসহ সাত দাবিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে স্মারকলিপি দেওয়া হয়েছে। বুধবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য মাহিন সরকারের নেতৃত্বে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের নয় সদস্যের প্রতিনিধি দল যমুনায় গিয়ে এ স্মারকলিপি দেন।

বৃহস্পতিবারের মধ্যে দাবিগুলো পূরণ না হলে ‘শাহবাগ ব্লকেড’সহ লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন বিডিআর জওয়ানরা। এর আগে সকালে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন। সেখান থেকে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা করে। শাহবাগ থানার সামনে পুলিশ বাধা দিলে একটি প্রতিনিধি দল যমুনাতে গিয়ে স্মারকলিপি দেয়।

স্মারকলিপি শেষে প্রতিনিধি দল শাহবাগে ২০ মিনিট অবস্থানের পর আবারও শহীদ মিনারে ফিরে আসে। এখানে মাহিন সরকার বলেন, বিস্ফোরক মামলাসহ সব মিথ্যা মামলা প্রত্যাহার করে নিরপরাধ বিডিআর সদস্যদের অবিলম্বে জামিন ও মুক্তি দিতে হবে। বৃহস্পতিবারের মধ্যে এটি করা না হলে, শাহবাগ ব্লকেড করা হবে। 

কর্মসূচিতে বক্তৃতা করেন বিডিআর সদস্য শেখ আব্দুর রহমান, আবদুল আজিজ, বিডিআরের ৭৬তম প্রশিক্ষণ ব্যাচের সদস্য রফিকুল ইসলাম, সাজাপ্রাপ্ত বিডিআর সদস্যের সন্তান একরামুল হক প্রমুখ। কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, গণফোরামের প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদউল্লাহ মধু, সার্বভৌমত্ব আন্দোলনের সদস্য আবদুল্লাহ আল নোমান, নাগরিক ঐক্যের সদস্য কবি সৌম্য সাহা প্রমুখ।

চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অন্যান্য দাবি হলো– রিমান্ডে বিডিআর সদস্যদের মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের মাধ্যমে বিচারসহ মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, কমিশনকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ, জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যদের দাবি অন্তর্ভুক্ত ও ২৫ ফেব্রুয়ারিকে সেনা হত্যা দিবস ঘোষণা।

আরও পড়ুন

×