ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

টঙ্গীতে কার্জনিয়ানদের মিলনমেলায় স্মৃতি-আনন্দ-আড্ডা

টঙ্গীতে কার্জনিয়ানদের মিলনমেলায় স্মৃতি-আনন্দ-আড্ডা

অনুষ্ঠানে প্রধান অতিথি ইউজিসি চেয়ারম্যান ড. এস এম এ ফায়েজকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ওয়েগা গ্রুপের চেয়ারম্যান মেজবা উদ্দিন আলী

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫ | ২১:৫৬ | আপডেট: ১০ জানুয়ারি ২০২৫ | ২২:৪৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান, জীববিজ্ঞান ও সায়েন্স এনেক্সের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘কার্জনিয়ান’র মিলনমেলা ‘গ্র্যান্ড গেট-টুগেদার’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনভর গাজীপুরের টঙ্গীর এরশাদনগর এলাকায় ওয়েগা গ্রুপের কারখানা সংলগ্ন বাগানবাড়িতে এ অনুষ্ঠান হয়।
 
ওয়েগা গ্রুপের চেয়ারম্যান ও ঢাবির সাবেক শিক্ষার্থী মেজবা উদ্দিন আলীর উদ্যোগে অনুষ্ঠিত এ মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান ও ঢাবির সাবেক ভিসি অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ওয়েগা গ্রুপের চেয়ারম্যান মেজবা উদ্দিন আলী। 

অনুষ্ঠানে অংশ নেন সংগঠনটির ৬ শতাধিক সাবেক শিক্ষার্থী। দীর্ঘদিন পর সবাই একত্রিত হতে পেরে যেন শিক্ষাজীবনের সেই আনন্দ ফিরে পান তারা। পুরোনো দিনের হাসি, গল্প, গান, বন্ধুত্বের স্মৃতি উঠে আসে তাদের আড্ডায়। 

এদিন সকাল ৯টায় শুরু হয় অনুষ্ঠান। দিনভর সাংস্কৃতিক আয়োজনের মধ্যে ছিল কৌতুক ও গান। এ ছাড়া অনেকে মঞ্চে উঠে রম্য বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেন। বিতর্কের বিষয় ছিল– বিজ্ঞান, জীববিজ্ঞান ও সায়েন্স এনেক্সের কোন বিভাগ শ্রেষ্ঠ। সেইসঙ্গে অনেকে বিশ্ববিদ্যালয় জীবনে ফেলে আসা দিনের স্মৃতিচারণ করেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন আব্দুল্লাহ আল মামুন ও কাজী নাসরিন সিদ্দিকা।

আবেগতাড়িত হয়ে অনুষ্ঠানে অংশ নেওয়া কেউ কেউ ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। রফিকুল ইসলাম জুয়েল নামে এক কার্জনিয়ান তার ফেসবুক আইডিতে লিখেছেন, ‘এই মিলনমেলায় সকলের প্রাণে আবার সেই পুরোনো দিনের আনন্দ ফিরে এলো। বন্ধুত্বের স্মৃতির পথে আবার সবাইকে স্বাগতম জানালাম একে অপরকে। সিনিয়র-জুনিয়র বন্ধুরা হারিয়ে গিয়েছিলাম সেই দিনগুলোতে। বন্ধুরা একসঙ্গে কাটানো সেই সময়গুলোকে স্মরণ করলাম হৃদয়ের উষ্ণতায়। অনেক আনন্দমুখর রঙবেরঙে উৎসবের আমেজে কাটলো দিনটি।’

আরও পড়ুন

×