ঢাকা শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫

পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কখনোই গৌরবের প্রকল্প নয়: আনু মুহাম্মদ

পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কখনোই গৌরবের প্রকল্প নয়: আনু মুহাম্মদ

ছবি:সমকাল

সমকাল ডেস্ক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫ | ১৭:৫১

তেল, গ্যাস, বিদ্যুৎ ও বন্দর রক্ষা জাতীয় কমিটির সাবেক সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কখনোই গৌরবের প্রকল্প নয়, এটা মানব এবং জীববৈচিত্রের জন্য হুমকি।

শনিবার জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশে ভারত রাষ্ট্রের আধিপত্য: স্বরূপ ও করণীয়’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। 

আনু মুহাম্মদ বলেন, ভারত-বাংলাদেশের সমতার সম্পর্কের কথা বলতে গেলেই একাত্তরের মুক্তিযুদ্ধের কথা চলে আসে। এটা অস্বীকার করার উপায় নেই যে একাত্তরে বাংলাদেশের পাশে ছিলো ভারত। তাই বলে সার্বভৌম বাংলাদেশকে কেন ভারতের সুবিধার জন্য তাদের কথা মতো চলতে হবে, এমন প্রশ্ন রাখেন তিনি। দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে আদানিকে সুবিধা দেয়া বাংলাদেশের সাথে ভারতের অসম চুক্তির বিষয়েও প্রশ্ন তোলেন আনু মুহাম্মদ।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তানজিমউদ্দিন খান বলেন, গত ১৬ বছর ধরে ভারতের অনাচারের ছিটমহলে পরিণত হয়েছিলো বাংলাদেশ।

তানজিমউদ্দিন আরও বলেন, ৫আগস্টের পরে পলাতক শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত প্রমাণ করেছে, বাংলাদেশের সাথে নয়, তারা একটি দলের সাথে সম্পর্ক রক্ষা করতে চায়।

আরও পড়ুন

×