ঢাকা শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫

এখনই স্থানীয় নির্বাচন প্রক্রিয়া শুরুর পরিস্থিতি আছে: নাগরিক কমিটি

এখনই স্থানীয় নির্বাচন প্রক্রিয়া শুরুর পরিস্থিতি আছে: নাগরিক কমিটি

জাতীয় নাগরিক কমিটির সংবাদ সম্মেলন। ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫ | ১৯:০৮

স্থানীয় সরকার নির্বাচনের প্রক্রিয়া শুরু করার মতো পরিস্থিতি এখনই আছে। আগামী দুই-তিন মাসের মধ্যে সরকার তা শুরু করে যুগপৎভাবে স্থানীয় সরকার ও জাতীয় নির্বাচন (প্রক্রিয়া) চালাতে পারে বলে মনে করছে জাতীয় নাগরিক কমিটি।

শনিবার রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে শতাধিক পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) ও সম্পূরক শুল্ক বাড়ানোর অধ্যাদেশ প্রত্যাহারের দাবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কমিটির নির্বাহী সদস্য আলাউদ্দিন মোহাম্মদ। 

সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জাতীয় নাগরিক কমিটির অবস্থান জানতে চাইলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জন্মনিবন্ধন সনদ, মৃত্যুসনদের মতো মৌলিক সেবাগুলো বাধাগ্রস্ত হচ্ছে উল্লেখ করে আলাউদ্দিন মোহাম্মদ বলেন, স্থানীয় সরকার কাঠামো একেবারেই ভেঙে পড়েছে। এ অবস্থায় এটি একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। সরকারের পক্ষ থেকে নির্বাচনের প্রস্তুতি আছে বলে তারা দেখেছেন। জাতীয় নাগরিক কমিটিও মনে করে জাতীয় নির্বাচনের আগেই নতুন নির্বাচন কমিশন তার সক্ষমতার পরিচয় দেবে। স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধিদের জাতীয় রাজনীতির সঙ্গে আলাদা বিবেচনা করেই একটি শক্তিশালী স্থানীয় সরকার গঠন করার জন্যই নির্বাচন দরকার।

নির্বাচন প্রক্রিয়া শুরু করার পরিস্থিতি এখনই আছে বলে উল্লেখ করে তিনি বলেন, আগামী দুই-তিন মাসের মধ্যে তা শুরু করে যুগপৎভাবে স্থানীয় সরকার ও জাতীয় নির্বাচন (প্রক্রিয়া) চালাতে পারে সরকার।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন। এসময় তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিষ্ঠান টিসিবি গরীব জনগণ যাতে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পারে তার জন্য ট্রাকে করে তেল, ডাল ও চাল বিক্রি করে। এটি একটি অবমাননাকর প্রক্রিয়া।

তিনি বলেন, আমরা দেখেছি, এই দেশের নাগরিকরা কীভাবে ট্রাকের পেছনে ৫ টাকা ১০ টাকা কমে চাল, ডাল ও তেল কেনার জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকেন। এই ধরনের প্রান্তিক মানুষদের রাষ্ট্রের কাছ থেকে ন্যূনতম যে অধিকার তাও ট্রাক সেল বন্ধ ঘোষণার মাধ্যমে কেড়ে নেওয়া হয়েছে। এ সময় তিনি অবিলম্বে ভ্যাট ও সম্পূরক শুল্ক বৃদ্ধি সংক্রান্ত অধ্যাদেশসমূহ প্রত্যাহার ও টিসিবির ট্রাক সেল দ্রুত চালুর দাবি জানান।

সংবাদ সম্মেলনে তিনি প্রত্যক্ষ করের আওতা বাড়ানো ও কর জাল সম্প্রসারণ; বিদ্যমান কর কাঠামোয় দুর্নীতি বন্ধ; গত ১৫ বছরে পাচার ২৩৪ হওয়া বিলিয়ন মার্কিন ডলার ফেরত আনা এবং ট্রাইব্যুনাল গঠন করে খেলাপি অর্থ আদায় ও অনাদায়ে ঋণ খেলাপিদের সম্পত্তি ক্রোক করার দাবি জানান।

আরও পড়ুন

×