ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

দায় স্বীকার উপদেষ্টার, বললেন দুর্ঘটনায় শাস্তি হবে কর্মকর্তারও

দায় স্বীকার উপদেষ্টার, বললেন দুর্ঘটনায় শাস্তি হবে কর্মকর্তারও

সভায় বক্তব্য দিচ্ছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫ | ২২:১৩

সড়ক দুর্ঘটনায় সরকারের দায় স্বীকার করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, সড়কের ত্রুটির কারণে দুর্ঘটনা ঘটলে সড়ক এবং জনপথ অধিদপ্তরের (সওজ) কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। চালকের লাইসেন্স এবং দুর্ঘটনায় দায়ী যানবাহনের কাগজ হালনাগাদ না থাকলে সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কর্মকর্তাদের শাস্তি পেতে হবে। 

শনিবার রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে সংস্থাটির কর্মকর্তাদের সঙ্গে সড়ক নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

গত ১৯ ডিসেম্বর বিআরটিএকে উন্নতির জন্য এক মাস সময় বেঁধে দেন উপদেষ্টা। 

আজ ফাওজুল কবির বলেন, কর্মকর্তাদের স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে, তারা যে আচরণ করছে তা গ্রহণযোগ্য নয়। সরকারি বিভিন্ন দপ্তর বিলুপ্ত হয়ে গেছে। কাজের যদি উন্নতি না হয়, তাহলে বিআরটিএ বন্ধের চিন্তা করব।

তিনি বলেন, গত বছরের তুলনায় ১২ শতাংশ বেশি সড়ক দুর্ঘটনা হয়েছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সড়ক দুর্ঘটনা কমাতে পারিনি, এর দায় নিচ্ছি। জীবন অমূল্য। অপরাধ স্বীকারের অংশ হিসেবে সড়ক দুর্ঘটনায় হতাহতদের আইন অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিল। 

ফাওজুল কবির বলেন, বিআরটিএকে নজরদারিতে রাখা হবে। ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান আরও বাড়বে। ড্রাইভিং লাইসেন্স দিতে পারছে না বিআরটিএ। সেনাবাহিনীর মেশিন টুলস ফ্যাক্টরির মাধ্যমে লাইসেন্স দেওয়া হবে। 

সড়কে দুর্ঘটনা বৃদ্ধির প্রাথমিক দায় বিআরটিএকে নিতে হবে জানিয়ে উপদেষ্টা বলেছেন, সাধারণ মানুষ বিআরটিএর ওপর বিরক্ত। 

সভায় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ, এনডিসি, পিএসসি, খোদা বখস চৌধুরী, সড়ক পরিবহনের সিনিয়র সচিব মো. এহছানুল হক, পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরও পড়ুন

×