মাউন্ট আকোংকাগুয়া অভিযানে যাচ্ছেন জাফর সাদেক
জাফর সাদেক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫ | ২৩:০০
এবার দক্ষিণ আমেরিকার উচ্চতম পর্বত শৃঙ্গ মাউন্ট আকোংকাগুয়া অভিযানে যাচ্ছেন পর্বতারোহী জাফর সাদেক।
শনিবার জাফর সাদেক গণমাধ্যমকে জানান, বেশিরভাগ অভিযাত্রীই বিশ্বের সাত মহাদেশের সাতটি সবচেয়ে উঁচু বিন্দুতে দাঁড়িয়ে পুরো পৃথিবী দেখার স্বপ্ন দেখেন। সাত মহাদেশের সাতটি সর্বোচ্চ পর্বত শৃঙ্গ অভিযান পর্বতারোহীদের কাছে সেভেন সামিট নামে পরিচিত। আমি ইতোমধ্যে ইউরোপের সর্বোচ্চ পর্বত এলব্রুস ও আফ্রিকার সর্বোচ্চ পর্বত কিলিমাঞ্জারো আরোহণ করেছি। এবার তৃতীয় অভিযান হিসেবে দক্ষিণ আমেরিকার আকোংকাগুয়া পর্বত আরোহণের এই প্রচেষ্টা নিতে যাচ্ছি। আমার সঙ্গে আছেন পর্বতারোহী মজিবুর রহমান।
আগামী ১২ জানুয়ারি অভিযানের উদ্দেশে আর্জেন্টিনা যাবেন জাফর। পর্বতারোহণের প্রয়োজনীয় অনুমতি ও নানা সরঞ্জাম কেনার কাজ শেষ করে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্স থেকে মেনদোজার উদ্দেশে রওনা হবেন তিনি। সপ্তাহখানেকের ট্রেক শেষ পৌঁছাবেন বেস ক্যাম্পে। মূল অভিযান শুরু হবে এখান থেকেই। বেস ক্যাম্প থেকে উপরের ক্যাম্পগুলোতে উঠানামা করে শরীরকে অতি উচ্চতার সঙ্গে খাপ খাইয়ে নেবেন এই পর্বতারোহী। পুরো অভিযানে সময় লাগবে প্রায় এক মাস। আবহাওয়া অনুকূলে থাকলে ফেব্রুয়ারি মাসের ২য় সপ্তাহে চূড়ায় আরোহণ হতে পারে। সবকিছু ঠিক থাকলে আকোংকাগুয়া অভিযান শেষে আগামী ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে দেশে ফিরবেন জাফর সাদেক।
- বিষয় :
- ভ্রমণ