ঢাকা সোমবার, ১৬ জুন ২০২৫

আরাকান আর্মির বিষয়ে তদন্ত করবে জাতিসংঘ

আরাকান আর্মির বিষয়ে তদন্ত করবে জাতিসংঘ

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাতিসংঘের মিয়ানমার বিষয়ক স্বাধীন তদন্ত প্রক্রিয়ার প্রধান নিকোলাস কৌমজিয়ান। ছবি-সংগৃহীত

কূটনৈতিক প্রতিবেদক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫ | ২৩:১৭

মিয়ানমারের স্বশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে নির্যাতনের শিকার হওয়া রোহিঙ্গাদের বিষয়ে তদন্ত কর‌বে জাতিসংঘ। মিয়ানমারে প্রবেশা‌ধিকার না পেলেও বি‌ভিন্ন উপা‌য়ে সংস্থাটি তথ্যপ্রমাণ সংগ্রহের কথা জা‌নি‌য়ে‌ছেন জাতিসংঘের মিয়ানমারবিষয়ক স্বাধীন তদন্ত প্রক্রিয়ার প্রধান নিকোলাস কৌমজিয়ান। রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকের পর এ কথা জানান তিনি।

নিকোলাস কৌমজিয়ান ব‌লেন, তদন্তের লক্ষ্যে আমরা তথ্যপ্রমাণাদি সংগ্রহ করছি। রোহিঙ্গা বা যে কেউ নির্যাতনের শিকার হলে, সে বিষয়ে তদন্তের এখতিয়ার আমাদের আছে।

মিয়ানমারে প্রবেশাধিকার না পেয়েও কীভাবে তদন্ত কর‌বে জাতিসংঘ– জানতে চাইলে তি‌নি ব‌লেন, মিয়ানমারে আমরা প্রবেশ করতে না পারলেও তদন্তের জন্য তথ্যপ্রমাণ সংগ্রহ করছি। আধুনিক প্রযুক্তির ব্যবহার, সোশ্যাল মিডিয়া, ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে আমরা এসব সংগ্রহ করছি। তিনি ব‌লেন, মিয়ানমারের পরিস্থিতি আগের চেয়ে আরও খারাপ হয়েছে। 

আরও পড়ুন

×