ঢাকা সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫

বিমানে বোমা হামলার হুমকি, নিরাপদে অবতরণ

বিমানে বোমা হামলার হুমকি, নিরাপদে অবতরণ

ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫ | ১১:২৭ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ | ১১:৪৮

ইতালির রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। বুধবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফোন করে এই হুমকি দেওয়া হয়।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়। পরে সকাল সাড়ে ৯টার দিকে বিমানটি ঢাকায় অবতরণ করে। এসময় বিমানবাহিনীর সদস্যরা নিরাপত্তার সঙ্গে যাত্রীদের নামিয়ে আনেন। 

তিনি জানান, বোয়িং ৭৮৭ মডেলের বিমানটি থেকে ২৫০ জন যাত্রী ও ১২ ক্রুকে নিরাপদে বের করে টার্মিনালে আনা হয়েছে। বর্তমানে বিমানবাহিনীর সদস্যরা উড়োজাহাজটি ঘিরে রেখেছেন।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বিমানবন্দরে ছুটে যাই। বিমানের সব যাত্রী ও ক্রু নিরাপদে আছেন। বর্তমানে যাত্রীদের লাগেজে তল্লাশি চালানো হচ্ছে। 

এর আগে ফ্লাইটটি মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টায় রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি বিমানবন্দর থেকে রওনা হয়েছিল।

আরও পড়ুন

×