ঢাকা মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫

মানবাধিকার কমিশনকে সাংবিধানিক মর্যাদা দেওয়ার সুপারিশ সময়োপযোগী

মানবাধিকার কমিশনকে সাংবিধানিক মর্যাদা দেওয়ার সুপারিশ সময়োপযোগী

লোগো

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫ | ২১:১৬

জাতীয় মানবাধিকার কমিশনকে সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদায় উন্নীত করার সুপারিশ অত্যন্ত  গুরুত্বপুর্ণ ও সময়োপযোগী বলে মনে করে জাতীয় মানবাধিকার কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন। 

আজ বৃহস্পতিবার সংগঠনের সভাপতি কাজী আরফান আশিক ও মহাসচিব এম রবিউল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংবিধানিক সংস্থায় পরিণত হলে সরকারের বিভিন্ন দপ্তর বা সংস্থাসহ সব মহলে জাতীয় মানবাধিকার কমিশনের সুপারিশের গুরুত্ব আরও বৃদ্ধি পাবে। ফলে মানবাধিকার সুরক্ষায় জনমানুষের প্রত্যাশা পুরণে কমিশন আরও কার্যকর ভুমিকা পালনে সক্ষম হবে। 

এতে বলা হয়, জাতীয় মানবাধিকার কমিশনকে সাংবিধানিক প্রতিষ্ঠানে রুপান্তরের মাধ্যমে রাষ্ট্রের মানবাধিকার সুরক্ষার অংগীকার বাস্তবায়নে পুর্ণ সদিচ্ছার প্রতিফলন ঘটবে। 

সংবিধান সংস্কার কমিশনকে সাধুবাদ জানিয়ে অফিসার্স অ্যসোসিয়েশন থেকে বলা হয়, মানবাধিকার লঙ্ঘনের বিভীষিকাময় চর্চা বন্ধে ও মানবাধিকার সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে কমিশনকে শক্তিশালী করা অত্যাবশ্যকীয়। সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে সব মহল সচেষ্ট হবেন বলে প্রত্যাশা করে সংগঠনটি।

আরও পড়ুন

×