হাসপাতাল থেকে ছেলের বাসায় খালেদা জিয়া
লিভার প্রতিস্থাপন সম্ভব হয়নি: ডা. শাহাবুদ্দিন

খালেদা জিয়া
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫ | ০০:১৫
যুক্তরাজ্যে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ১৭ দিন পর হাসপাতালের ছাড়পত্র পেয়েছেন। গতকাল শুক্রবার রাত ৩টায় (লন্ডনের সময় রাত ৯টা) দ্য লন্ডন ক্লিনিক থেকে ছেলে তারেক রহমানের বাসায় ওঠেন তিনি। আপাতত বাসায় চলবে চিকিৎসা। প্রয়োজন পড়লে যাবেন হাসপাতালে। তবে স্বাস্থ্যঝুঁকির কারণে তাঁর লিভার প্রতিস্থাপন সম্ভব হয়নি।
শুক্রবার সন্ধ্যায় লন্ডন থেকে বিএনপি চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের প্রধান হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার এ তথ্য জানান। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। স্বাস্থ্যগত ঝুঁকি বিবেচনায় লিভার প্রতিস্থাপনের অনুমতি দেননি চিকিৎসকরা।
অধ্যাপক শাহাবুদ্দিন বলেন, খালেদা জিয়ার হার্টের সমস্যার সমাধান হয়েছে। এখানে নতুনভাবে কিডনির চিকিৎসা শুরু করা হয়। কয়েক দিন আগে অবস্থা খারাপ হয়ে পড়েছিল। এর পর নতুন কিছু চিকিৎসার ফলে অনেকটা উন্নতি হয়েছে।
কবে দেশে ফিরবেন খালেদা জিয়া? উত্তরে এই চিকিৎসক জানান, বলা যায় মূল চিকিৎসা শেষ। এখন ফলোআপ করতে হবে। কবে দেশে ফিরবেন, তা বিএনপি চেয়ারপারসনের ওপর নির্ভর করছে।
এর আগে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক জানান, তারেক রহমানের বাসায় পুত্রবধূ ডা. জোবাইদা রহমান, শর্মিলা রহমান ও তিন নাতনির সঙ্গে থাকবেন খালেদা জিয়া। বাসা থেকে মেডিকেল বোর্ডের পরামর্শ অনুয়ায়ী চিকিৎসা চলবে। মায়ের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তারেক রহমান।
বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন লন্ডনে সাংবাদিকদের জানান, ছুটি পেলেও খালেদা জিয়া সার্বক্ষণিক অধ্যাপক জন প্যাট্টিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের সার্বিক তত্ত্বাবধানে থাকবেন এবং মেডিকেল বোর্ডের সদস্যরাও থাকবেন। অর্থাৎ যুক্তরাজ্যের যে নিয়ম, সেই নিয়ম মেনেই তাঁর চিকিৎসা চলবে।
এর আগে ৭ জানুয়ারি খালেদা জিয়া কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেসে যুক্তরাজ্যে পৌঁছার পর লন্ডন ক্লিনিকে ভর্তি হন।
- বিষয় :
- খালেদা জিয়া