ঢাকা মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

দেশের ২০ দশমিক ৩ শতাংশ মানুষ দারিদ্র্য সীমার নিচে 

দেশের ২০ দশমিক ৩ শতাংশ মানুষ দারিদ্র্য সীমার নিচে 

ছবি-সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫ | ১৪:১৪ | আপডেট: ৩০ জানুয়ারি ২০২৫ | ১৫:১৪

দেশের ২০ দশমিক ৩ শতাংশ মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করছেন বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

বৃহস্পতিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত 'বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র ২০২২' এ এ তথ্য উঠে এসেছে।

এ মানচিত্রে বলা হচ্ছে, দেশের গ্রাম এলাকায় দারিদ্র্যতা কমে শহর এলাকায় বেড়েছে। হেইজে গ্রাম এলাকায় দারিদ্র্যতা ছিল ২০ দশমিক ৫, দারিদ্র্য মানচিত্রে তা কমে দাঁড়িয়েছে ২০ দশমিক ৩ শতাংশ। হেইজে শহর এলাকায় দারিদ্র্যতা ছিল ১৪ দশমিক ৭ শতাংশ, আর দারিদ্র্য মানচিত্রে তা এসেছে ১৬ দশমিক ৫ শতাংশ। 

দেশের সবচেয়ে দরিদ্র উপজেলা মাদারীপুরের ডাসার উপজেলা। আর সবচেয়ে ধনী ঢাকার পল্টন। জেলা হিসেবেও সবচেয়ে দরিদ্র মাদারীপুর, আর সবচেয়ে ধনী জেলা নোয়াখালী। 

বিবিএসের দারিদ্র্য মানচিত্রে দেখা যায়, দেশের বিভাগীয় দারিদ্র্য হিসেবে সবচেয়ে বেশি বরিশাল বিভাগে ২৬ দশমিক ৬ শতাংশ। আর চট্টগ্রাম বিভাগে সবচেয়ে কম দারিদ্র্যতার হার, ১৫ দশমিক ২ শতাংশ।

জেলা হিসেবে সবচেয়ে বেশি দরিদ্র মাদারীপুর জেলা। এ জেলায় দারিদ্র্যতার হার ৫৪ দশমিক ৪ শতাংশ,  আর সবচেয়ে কম দরিদ্র নোয়াখালী জেলায় ৬ দশমিক ১ শতাংশ।  

আর উপজেলা হিসেবে ৬৩ দশমিক ২ শতাংশ দারিদ্র্যতা নিয়ে শীর্ষে রয়েছে মাদারীপুরের ডাসার। আর সবচেয়ে কম দরিদ্র ঢাকার পল্টনে। এ এলাকায় দারিদ্র্যতা ১ শতাংশ।

আরও পড়ুন

×