ঢাকা মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

সড়ক ছাড়ল তিতুমীরের শিক্ষার্থীরা, পরবর্তী কর্মসূচি রাত ১১টায়

সড়ক ছাড়ল তিতুমীরের শিক্ষার্থীরা, পরবর্তী কর্মসূচি রাত ১১টায়

ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫ | ২২:০৪

রাজধানীর মহাখালী আমতলী মোড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ থেকে সরে গেছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। প্রায় দুই ঘণ্টা পর রাত ৮টার দিকে তারা সেখান থেকে সরে ক্যাম্পাসে ফিরে যান। তবে রাত ১১টায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

তিতুমীর কলেজের শিক্ষার্থীদের সংগঠন তিতুমীর ঐক্যের পক্ষ থেকে জানানো হয়েছে, রাত ১১টায় জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখান থেকেই পরবর্তী কর্মসূচি জানানো হবে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারওয়ার বলেন, শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করায় যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে রাত ৮টার দিকে তারা সরে গেলে যান চলাচল শুরু হয়। তবে মহাখালী থেকে গুলশান যাওয়া-আসার সড়ক এখনো বন্ধ রয়েছে।

এর আগে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি সরকার মানবে না- শিক্ষা উপদেষ্টার এমন বক্তব্য প্রত্যাখ্যান করে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আবারও আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।

আরও পড়ুন

×