ঢাকা সোমবার, ১৬ জুন ২০২৫

এ বছর নিপাহ ভাইরাসে আক্রান্ত তিনজনের মৃত্যু

এ বছর নিপাহ ভাইরাসে আক্রান্ত তিনজনের মৃত্যু

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৫ | ১৭:১৫

এ বছর নিপাহ ভাইরাসে আক্রান্ত তিনজন মারা গেছেন বলে জানিয়েছে আইইডিসিআর। সোমবার সংস্থাটির পক্ষ থেকে  নাম প্রকাশ না করা শর্তে এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আক্রান্ত প্রথম ব্যক্তি পাবনা জেলার। রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। পরে বরিশাল মেডিকেলেও মারা যায় একজন। সবশেষ চলতি সপ্তাহে ফরিদপুর মেডিকেলে আরও একজনের মৃত্যু হয়। 

তিনি আরও জানান, মারা যাওয়া তিনজনেরই বয়স ছিল ৪০ এর কম।

আইইডিসিআর বলছে, খেজুরের কাঁচা রস খেলে নিপাহ ভাইরাস হতে পারে। বাদুড়ের মাধ্যমে ছড়ায় এই ভাইরাস। এই ভাইরাসে মৃত্যুঝুঁকি অনেক বেশি।

আরও পড়ুন

×