বুড়িগঙ্গায় লঞ্চডুবি
উদ্ধারকাজের সার্বক্ষণিক খবর রাখছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ জুন ২০২০ | ০৪:৩৯ | আপডেট: ২৯ জুন ২০২০ | ০৫:০৬
বুড়িগঙ্গায় যাত্রীবাহী লঞ্চডুবিতে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী উদ্ধার কাজের সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছেন। তিনি নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
প্রসঙ্গত, সোমবার সকালে ঢাকার সদরঘাটে বুড়িগঙ্গায় মুন্সীগঞ্জ থেকে আসা একটি যাত্রীবাহী লঞ্চ অন্য একটি লঞ্চের ধাক্কায় ডুবে যায়। এ ঘটনায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নারী ও শিশুসহ ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।