আরসাপ্রধানের গ্রেপ্তারের তথ্য পায়নি পররাষ্ট্র মন্ত্রণালয়

ছবি: ফাইল
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: ২০ মার্চ ২০২৫ | ০৬:৪১
মিয়ানমারের বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ ওরফে আবু আম্মার জুনুনীকে গ্রেপ্তার করা হয়েছে। নারায়ণগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তবে এ-সংক্রান্ত কোনো তথ্য এখনও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আসেনি।
গতকাল বুধবার দুপুরে আরসাপ্রধানের গ্রেপ্তারের কথা জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, ‘এটা তো মাত্র খরব এলো। এ নিয়ে আমার বলার মতো কোনো কিছু নেই, পুলিশকে জিজ্ঞেস করেন।’
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বিষয়টি নিয়ে অভ্যন্তরীণভাবে আলোচনা চলছে। আর সীমান্তে নিরাপত্তা বাড়ানো হয়েছে।
গত সোমবার রাতে আরসার পাঁচ সদস্যসহ ছয়জনকে গ্রেপ্তার করে র্যাব। পরদিন দুই মামলায় তাদের আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হয়। আদালত ১০ দিন রিমান্ড মঞ্জুর করেন। মঙ্গলবার নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার আরসার প্রধান গ্রেপ্তার হয়েছে বলে নিশ্চিত করেন।
- বিষয় :
- পররাষ্ট্র মন্ত্রণালয়