ঢাকা রবিবার, ২০ এপ্রিল ২০২৫

ইমামকে সিআইডিতে বদলি, শাফিউর যাচ্ছেন রংপুর

ইমামকে সিআইডিতে বদলি, শাফিউর যাচ্ছেন রংপুর

ইমাম হোসেন- ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুন ২০২০ | ০৭:২৮ | আপডেট: ২৯ জুন ২০২০ | ০৯:২৯

পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদমর্যাদার দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম-কমিশনার ইমাম হোসেনকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং যুগ্ম-কমিশনার শাহ মিজান শাফিউর রহমানকে রংপুর রেঞ্জে অতিরিক্ত উপ-মহাপরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। অপর এক আদেশে ফরিদপুর ও মেহেরপুরের পুলিশ সুপারের আগের বদলির আদেশ বাতিল করে তাদের বর্তমান কর্মস্থলে বহাল রাখা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, রাষ্ট্রপতির আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব বদলি করা হয়। অপর এক প্রজ্ঞাপনে ফরিদপুরের পুলিশ সুপার আলিমুজ্জামান ও মেহেরপুরের পুলিশ সুপার এস এম মুরাদ আলিকে তাদের বর্তমান কর্মস্থলেই বহাল রাখা হয়েছে। এর আগে এক আদেশে ফরিদপুরের পুলিশ সুপারকে মেহেরপুর ও মেহেরপুরের পুলিশ সুপারকে ফরিদপুরে বদলি করা হয়েছিল।

বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে ইমাম হোসেন সম্প্রতি ডিএমপি কমিশনারকে ‘ঘুষের প্রস্তাব’ দেওয়ার অভিযোগে আলোচিত হন। এরপর গত ৯ জুন ডিএমপির যুগ্ম-কমিশনার (লজিস্টিকস) ইমাম হোসেনকে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বিভাগে বদলি করা হয়। ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম গত ৩০ মে ইমাম হোসেনকে বদলির সুপারিশ জানিয়ে পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) কাছে চিঠি দিয়েছিলেন।

আরও পড়ুন

×