সমকাল সাংবাদিক রমাপ্রসাদ বাবুর বাবা মারা গেছেন

রমেন্দ্র নারায়ণ সরকার
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২০ মার্চ ২০২৫ | ২০:০৪ | আপডেট: ২০ মার্চ ২০২৫ | ২২:২০
দৈনিক সমকালের যুগ্ম বার্তা সম্পাদক রমাপ্রসাদ বাবুর বাবা রমেন্দ্র নারায়ণ সরকার পরলোকগমন করেছেন। গত বুধবার গভীর রাতে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সাড়ারকোনা গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। গতকাল বৃহস্পতিবার দুপুরে পারিবারিক শ্মশানঘাটে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
মধ্যনগর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে দায়িত্ব পালনকারী রমেন্দ্র নারায়ণ সরকার স্ত্রী, তিন ছেলে, দুই মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর বড় ছেলে অধ্যাপক ড. রমাবিজয় সরকার সিলেট শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান এবং মেজো ছেলে রমারঞ্জন সরকার মধ্যনগর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি ও বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। দুই মেয়ে মালা সরকার ও বেলা সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
রমেন্দ্র নারায়ণ সরকারের মৃত্যুতে সমকাল পরিবারের পক্ষ থেকে সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এ ছাড়াও শোক ও সমবেদনা জানিয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজ্জাদ আলম খান তপু ও সাধারণ সম্পাদক আকতার হোসেন, ঢাকার সনাতন সাংবাদিকদের সংগঠন স্বজনের সভাপতি তপন দাস ও সাধারণ সম্পাদক অনিমেষ কর, বিভিন্ন সংগঠনসহ স্থানীয় শিক্ষক সমাজ এবং গণমাধ্যমকর্মীরা।