ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

ইউজিসিতে ১০ কর্মকর্তার পদোন্নতি, উপ-পরিচালক হলেন ৭ জন

ইউজিসিতে ১০ কর্মকর্তার পদোন্নতি, উপ-পরিচালক হলেন ৭ জন

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুন ২০২০ | ১০:১১ | আপডেট: ২৯ জুন ২০২০ | ১০:২৮

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) আটজন কর্মকর্তাকে সিনিয়র সহকারি পরিচালক থেকে উপ-পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এই আট কর্মকর্তাসহ মোট দশজনকে বিভিন্ন পদে পদোন্নয়ন দেওয়া হয়েছে।

তারা অনেক আগে থেকেই এই পদে পদোন্নতির যোগ্যতা অর্জন করলেও পদ শুণ্য না থাকায় তাদের পদোন্নতি দেওয়া যাচ্ছিল না। অবশেষে ইউজিসির পূর্ণ কমিশন সভায় গত বুধবার তাদের পদোন্নয়ন (আপগ্রেডেশন) দেওয়া হয়।

ইউজিসি সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান সমকালকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্ধারিত সকল যোগ্যতা থাকায় পূর্ণ কমিশন সভায় তাদের পদোন্নয়ন দেওয়া হয়েছে। সভার কার্যবিবরণী অনুমোদিত হলে কর্মকর্তারা পদোন্নয়নের চিঠি পাবেন।

জানা গেছে, ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লার সভাপতিত্বে গত বুধবার ইউজিসি'র ১৫৮তম পূর্ণ কমিশন সভায় এ পদোন্নয়ন অনুমোদিত হয়। দেশে করোনা পরিস্থিতির কারণে প্রথমবারের মতো পূর্ণ কমিশন সভা অনলাইন ভার্চুয়াল মিটিং প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে অনুষ্ঠিত হয়। 

ইউজিসি সূত্র জানায়, সিনিয়র সহকারি পরিচালক পদে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকলেই কর্মকর্তারা পরবর্তী ধাপে উপ-পরিচালক হিসেবে পদোন্নতির যোগ্য হন। এই কর্মকর্তাদের বেশিরভাগই সাত থেকে আট বছর এই পদে পার হয়ে গেছে। অথচ শুণ্য পদের অভাবে তারা একই পদে কাজ করে যাচ্ছিলেন। এ কারণে এ পদোন্নয়ন তাদের কাছে দীর্ঘ প্রতীক্ষার ও কাঙ্খিত ছিল।

যারা পদোন্নয়ন পেলেন তারা হলেন- উপ-পরিচালক থেকে অতিরিক্ত পরিচালক পদে পদোন্নয়ন পেয়েছেন ইউজিসির রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন বিভাগের নাহিদ সুলতানা। 

সিনিয়র সহকারি পরিচালক থেকে উপ-পরিচালক পদে পদোন্নয়ন পেয়েছেন ইউজিসি চেয়ারম্যানের একান্ত সচিব মোস্ত্মাফিজুর রহমান, বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের মোস্তাফিজার রহমান, একই বিভাগের মহিবুল আহসান, আইএমসিটি বিভাগের সুলতান মাহমুদ ও রাবেয়া খন্দকার, জেনারেল সার্ভিসেস বিভাগের খানজাহান আলী এবং আইএমসিটি বিভাগের মাসুদ হোসেন। 

এছাড়া প্রশাসনিক কর্মকর্তা পদে পদোন্নতি পেয়েছেন হিসাব শাখার বাজেট পরীক্ষক আতাউর রহমান ও পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের আমীরুল ইসলাম।

ওই সভায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, ইউজিসি সদস্য অধ্যাপক ড. দিল আফরোজা বেগম ও অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হারুন-উর-রশিদ আসকারী, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. গৌতম বুদ্ধ দাস, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শাহজাহান, খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন স্কুলের ডিন অধ্যাপক ড. মো. ওয়ালিউল হাসান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাণিসম্পদ উৎপাদন ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল বাসেত, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন, পরিকল্পনা কমিশনের সদস্য (আর্থ-সামাজিক অবকাঠোমো), এবং অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×