ঢাকা বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

লঞ্চডুবির ঘটনায় মালিকের বিরুদ্ধে মামলা

লঞ্চডুবির ঘটনায় মালিকের বিরুদ্ধে মামলা

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুন ২০২০ | ২৩:২৭

ঢাকায় বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চ ডুবে যাওয়ার ঘটনায় ময়ূর-২ লঞ্চের মালিক মোফাজ্জল হামিদ ছোয়াদের বিরুদ্ধে নৌ পুলিশের পক্ষ থেকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করা হয়েছে। 

সোমবার মধ্যরাতে করা এ মামলার অন্য আসামিরা হলেন-ময়ূর-২ লঞ্চের মাস্টার আবুল বাশার, জাকির হোসেন, ড্রাইভার শিপন হাওলাদার, মাস্টার শাকিল ও সুকানি নাসির। এজাহারভুক্ত এই ছয়জন ছাড়া অজ্ঞাতপরিচয় আর কয়েকজন আসামির তালিকা রয়েছে। 

বেপরোয়াভাবে লঞ্চ চালিয়ে মানুষ হত্যা ও ধাক্কা দিয়ে লঞ্চ দুর্ঘটনার জন্য দণ্ডবিধির ২৮০, ৩০৪ (ক), ৪৩৭ ও ৩৪ ধারায় মামলা হয়। জানা গেছে, লঞ্চের মালিকের বাড়ি মুন্সীগঞ্জে। তবে তিনি ঢাকায় থাকেন।

নৌ পুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম সমকালকে জানান, লঞ্চের মালিক, চালকসহ অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

লঞ্চের ড্রাইভার শিপন হাওলাদার জানান, ২১ জুন থেকে তার চাকরি নেই। বেতন পরিশোধ করে তাকে বাদ দেওয়া হয়েছে। যাদের লঞ্চ চালানোর কথা নয়, তারা সেটি চালাচ্ছিল। ওই লঞ্চে কোনো চালক ছিলেন না। মাস্টার লঞ্চটি চালাচ্ছিলেন বলে দাবি তার।

সোমবার সকালে মুন্সীগঞ্জ থেকে আসা মর্নিং বার্ড নামের লঞ্চটি নোঙর করার আগেই বুড়িগঙ্গার সদরঘাটের বিপরীত দিকে ফরাশগঞ্জ ঘাটে এমভি ময়ূর-২ লঞ্চের ধাক্কায় ৩০ সেকেন্ডের মধ্যেই ডুবে যায়। মর্মান্তিক এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্য ২০ জন পুরুষ, ৯ জন নারী ও ৩টি শিশু রয়েছে। তাদের অধিকাংশের বাড়ি মুন্সীগঞ্জে। 

আরও পড়ুন

×