ঢাকা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

জুনে সড়কে বেড়েছে দুর্ঘটনা, প্রাণহানি ৩৬১

জুনে সড়কে বেড়েছে দুর্ঘটনা, প্রাণহানি ৩৬১

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ জুলাই ২০২০ | ০৭:৩৯ | আপডেট: ০৫ জুলাই ২০২০ | ০৭:৪১

দুই মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর গত ১ জুন গণপরিবহন চালুর পর সড়কে বেড়েছে দুর্ঘটনা ও মৃত্যু। জুন মাসে ২৯৭টি দুর্ঘটনায় ৩৬১ জন নিহত হয়েছেন। 

গত মে মাসে লকডাউন চলাকালে ২১৩টি দুর্ঘটনায় ২৯২ জন নিহত হয়েছিলেন। জুন মাসে ১১টি নৌ-দুর্ঘটনায় ৫৬ জন নিহত এবং ২৩ জন নিখোঁজ হয়েছেন। 

রোববার প্রকাশিত রোড সেফটি ফাউন্ডেশন নামের একটি সংগঠনের প্রতিবেদনে এ তথ্য এসেছে। সাতটি জাতীয় দৈনিক, পাঁচটি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেকট্রনিক সংবাদমাধ্যমে প্রকাশিত, প্রচারিত সংবাদের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুন মাসে সবচেয়ে বেশি দুর্ঘটনার কারণ মোটরসাইকেল। ১০৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ৯৪ জন। অন্যান্য দুর্ঘটনায় সবচেয়ে বেশি নিহত হয়েছেন পথচারী। জুন মাসে সড়কে ৭৬ জন পথচারীর প্রাণ গেছে। সবচেয়ে  ১৩১টি দুর্ঘটনা ঘটেছে জাতীয় মহাসড়কে। দুর্ঘটনায় আক্রান্ত যানবাহনের সংখ্যা ৪০৭টি।

রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান জানান, গণপরিবহনে সুশাসন প্রতিষ্ঠা ছাড়া দুর্ঘটনা রোধ হবে না। প্রয়োজন সরকারের রাজনৈতিক সদিচ্ছা।


whatsapp follow image

আরও পড়ুন

×