ঢাকা শনিবার, ২১ জুন ২০২৫

দেশে ৫ বছরের কমবয়সী শিশুরা ব্যাপকভাবে পুষ্টিহীনতার শিকার: সংলাপে বক্তারা

দেশে ৫ বছরের কমবয়সী শিশুরা ব্যাপকভাবে পুষ্টিহীনতার শিকার: সংলাপে বক্তারা

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ মে ২০২৫ | ২১:৫৫

‘দেশে পাঁচ বছরের কমবয়সী শিশুরা ব্যাপকভাবে পুষ্টিহীনতার শিকার হচ্ছে। দেশে প্রায় ৩৭ লাখ শিশু খর্বাকৃতি, ১৭ লাখ শিশু কৃশকায় এবং ৩৪ লাখ শিশু কম ওজনের সমস্যায় ভুগছে।’

সোমবার বাংলাদেশ রাইট টুগ্রো কনসোর্টিয়াম এবং বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের (বিএনএনসি) যৌথ আয়োজনে রাজধানীর মহাখালীতে এক সংলাপে এসব কথা বলেন বক্তারা।  

সংলাপে সেভ দ্য চিলড্রেনের ম্যানেজার মো. তাওফীকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ সচিব ডা. মোঃ সাইদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অর্থনীতি ইউনিট মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো. এনামুল হক, মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোসাম্মাৎ জোহরা খাতুন, জনস্বাস্থ্য ইন্সটিটিউট পরিচালক ডা. মো. মোমিনুর রহমান, বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ মহাপরিচালক ডা. মোহাম্মদ মাহাবুবুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন বারটানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা তাসনীমা মাহজাবীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইন্সটিটিউট পরিচালক অধ্যাপক ড মোঃ সাইদুল আরেফিন, সেভ দ্যা চিলড্রেন পরিচালক তানিয়া শারমিন।

ডা. মো. সাইদুর রহমান বলেন, পুষ্টি বিষয়ক কি সমস্যা ও প্রতিবন্ধকতা আছে তা আমরা সবাই জানি। আমাদের সমাধান খুঁজে বের করতে হবে। খুজেঁ বের করতে হবে। 

তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ে পুষ্টি বিষয়ক কোনো ফোকাল পারসন নেই। সবাই পুষ্টি নিয়ে কাজ করে। তাই কাজ হয় কম। পুষ্টি বিষয় ফোকাল পারসন প্রয়োজন। 

আরও পড়ুন

×