এয়ার টিকিটের কৃত্রিম সংকট রোধে সরকারের হস্তক্ষেপ চায় আটাব

অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৫ মে ২০২৫ | ২১:৩৮
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, কৃত্রিম আসন সংকট ও সিন্ডিকেট নিয়ন্ত্রণে সরকারের কার্যকর হস্তক্ষেপ চেয়েছে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)। সংগঠনটির দাবি, টিকিট সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে তাদের চিরতরে ট্রাভেল ট্রেড থেকে বিতাড়িত করতে হবে।
বুধবার সন্ধ্যায় অনলাইন প্ল্যাটফর্মে ‘আটাবের বিরুদ্ধে চক্রান্ত ও এয়ার টিকিট সিন্ডিকেটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ’ শীর্ষক এক মতবিনিময় সভায় এসব দাবি জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি আবদুস সালাম আরেফ এবং সঞ্চালনা করেন মহাসচিব আফসিয়া জান্নাত সালেহ।
সভায় আটাব নেতারা অভিযোগ করেন, কিছু অসাধু ট্র্যাভেল চক্র সিন্ডিকেট গঠন করে এয়ার টিকেটের দাম বাড়িয়ে সাধারণ যাত্রীদের ভোগান্তিতে ফেলছে। একই সঙ্গে এই চক্রটি বর্তমান বৈধভাবে নির্বাচিত আটাব কমিটির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে চলেছে। এমনকি তারা সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমেও অপপ্রচার চালাচ্ছে এবং প্রকাশ্যে হুমকি দিচ্ছে।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন আটাবের সহসভাপতি মোহাম্মদ জিয়াউর রহমান খান রেজওয়ান, সাবেক এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও বর্তমান ইসি সদস্য আলহাজ্ব এইচ.এম. মুজিবুল হক সাকু, সাবেক মহাসচিব জিন্নুর আহমেদ চৌধুরী দিপু, উপ-সচিব রুশো চৌধুরী, তোয়াহা চৌধুরীসহ আরও অনেকে।
আটাব কমিটি গণমাধ্যমকে বিভ্রান্তিকর প্রচারণা থেকে বিরত থেকে দায়িত্বশীল ভূমিকায় থাকার আহ্বান জানায়। একই সঙ্গে ট্রাভেল ট্রেডের স্বার্থ ও দেশের ভাবমূর্তি রক্ষায় তারা নিরলস কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে।
- বিষয় :
- টিকিট