কোরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য নির্ধারণের দাবি

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ মে ২০২৫ | ২০:২০
কোরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য নির্ধারণের দাবি জানিয়েছে চামড়া শিল্প রক্ষা কমিটি। শনিবার সন্ধ্যায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে মতবিনিময় সভায় এ দাবি জানানো হয়।
সভায় মাওলানা আফজাল হোসেন বলেন, কোরবানির চামড়া ব্যবসা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু চামড়ার ন্যায্যমূল্য না পাওয়ায় চামড়ার শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে। ন্যায্যমূল্য নির্ধারণ করে এ শিল্পকে বাঁচিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
চামড়া শিল্প রক্ষা কমিটির সদস্য আ ফ ম আকরাম হোসেন বলেন, কোরবানির পশুর চামড়া বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আগে প্রতিটি কোরবানির চামড়া ছিল সাড়ে তিন থেকে চার হাজার টাকা। ধীরে ধীরে বিশেষ করে ১৫ থেকে ১৬ বছরে পরিকল্পিতভাবে চামড়ার দাম কমিয়ে আনা হয়েছে। যে চামড়া ২০০০ সালে ছিল পাঁচ হাজার টাকা, তার মূল্য এখন আড়াইশ’ থেকে তিনশ’ টাকা। যেকোনো মূল্যে এই জায়গা থেকে উত্তরণ ঘটাতে হবে।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি চামড়া শিল্পকে উন্নয়নের লক্ষ্যে সরকারকে আন্তরিক ভূমিকা পালন করতে হবে। অন্যথায় চামড়া শিল্প রক্ষা কমিটি কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে।
কমিটির সভাপতি মুফতি আব্দুল্লাহ ইয়াহিয়ার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন মুফতি আব্দুল কাইয়ুম সুবহানী, মাওলানা মহিউদ্দীন রব্বানী, আতিকুর রহমান আতিকী, মুফতি সুলতান মাহমুদ, ড. শহীদুল ইসলাম ফারুকী, মুফতি আ ফ ম আকরাম হুসাইন, মাওলানা আ. গাফফার, মুফতি সালিমুল্লাহ খান মাওলানা মীর ইদরীস।
- বিষয় :
- চামড়া খাত