ঢাকা বুধবার, ২৫ জুন ২০২৫

পররাষ্ট্র মন্ত্রণালয় স্থবির, সচিব নিয়োগ প্রক্রিয়া চলছে

পররাষ্ট্র মন্ত্রণালয়  স্থবির, সচিব নিয়োগ প্রক্রিয়া চলছে

ফাইল ছবি

কূটনৈতিক প্রতিবেদক

প্রকাশ: ২০ মে ২০২৫ | ০১:২৫ | আপডেট: ২০ মে ২০২৫ | ০৬:৫৪

পররাষ্ট্র সচিব হিসেবে মো. জসীম উদ্দিনকে না রাখার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত প্রায় দুই সপ্তাহ আগে নিয়েছে সরকার। তবে নতুন পররাষ্ট্র সচিব নিয়োগ না হওয়া পর্যন্ত নিয়মিত দায়িত্ব পালন করবেন তিনি। তাঁর উত্তরসূরি বেছে নেওয়ার প্রক্রিয়া চলছে।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন নতুন নিয়োগের বিষয়ে কয়েকজন কূটনীতিকের নাম প্রস্তাব করে সারসংক্ষেপ তৈরি করেছেন। তাদের মধ্যে রয়েছেন– যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) ড. মো. নজরুল ইসলাম, ভারতে বাংলাদেশ হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, নিউইয়র্কে জাতিসংঘ স্থায়ী মিশনের রাষ্ট্রদূত সালাউদ্দিন নোমান চৌধুরী এবং সুইজারল্যান্ডে রাষ্ট্রদূত তারিক মো. আরিফুল ইসলাম। তাদের মধ্যে তিনজন বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ১৫ ব্যাচের কর্মকর্তা এবং বাকি দু’জন ১৭ ব্যাচের।

নাম না প্রকাশের শর্তে ঊর্ধ্বতন এক কর্মকর্তা সমকালকে বলেন, দু-এক দিনের মধ্যে নতুন পররাষ্ট্র সচিবের নথি সই হবে বলে ধারণা করা হচ্ছে। পররাষ্ট্র সচিব ১৫তম ব্যাচ থেকেই নেওয়া হবে বলে আভাস পাওয়া যায়।

চলতি মাসের শুরুর দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগ-বদলি ও শৃঙ্খলাসংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক হয়। বৈঠকে দাপ্তরিক প্রয়োজনে পররাষ্ট্র সচিবের থাকার কথা থাকলেও তাঁকে রাখা হয়নি। সে বৈঠকেই সিদ্ধান্ত হয় জসীম উদ্দিন পররাষ্ট্র সচিব হিসেবে থাকছেন না। বিষয়টি তাঁকে জানিয়ে দেওয়া হয়। নতুন পররাষ্ট্র সচিব নিয়োগ পর্যন্ত দায়িত্ব পালন নিয়ে কোনো আদেশ জারি করা হয়নি। এ পরিস্থিতিতে মন্ত্রণালয় স্থবির হয়ে পড়েছে। মন্ত্রণালয়ের নিয়মিত কর্মকাণ্ডের পাশাপাশি অন্যান্য মন্ত্রণালয় ও বিভিন্ন দেশের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগের ক্ষেত্রে তৈরি হয়েছে সমস্যা। এর প্রভাব পড়তে পারে প্রধান উপদেষ্টার আসন্ন জাপান সফরে। এমন পরিস্থিতিতে মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) ড. মো. নজরুল ইসলামকে দিয়ে অনেক দায়িত্ব পালন করানো হচ্ছে। গত ১৫ মে টোকিওতে জাপানের সঙ্গে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেন নজরুল ইসলাম।

পররাষ্ট্র সচিব জসীম উদ্দিনকে কেন সরানো হচ্ছে– সে ব্যাপারে সুনির্দিষ্ট কোনো কারণ বা ব্যাখ্যা এখন পর্যন্ত সরকারের কোনো পর্যায় থেকে দেওয়া হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারাও এর কারণ সম্পর্কে কিছু বলতে পারছেন না। গতকাল মন্ত্রণালয়ে দিনভর এ নিয়ে কানাঘুষা চলেছে।

বিসিএস পররাষ্ট্র ক্যাডারে ১৩তম ব্যাচের কর্মকর্তা জসীম উদ্দিন গত সেপ্টেম্বরে পররাষ্ট্র সচিব পদে যোগ দেন। ২০২৬ সালের ডিসেম্বরে তাঁর অবসরোত্তর ছুটিতে যাওয়ার কথা। দেশ স্বাধীন হওয়ার পর এখন পর্যন্ত তিনজনকে এক বছরের কম সময়ের মধ্যে পররাষ্ট্র সচিব পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ১৯৭২ সালে নিয়োগের ছয় মাসের মধ্যে সরিয়ে দেওয়া হয় পররাষ্ট্র সচিব সৈয়দ আনোয়ারুল করিমকে। ১৯৮৯ সালে এ কে এইচ মোরশেদকে সরানো হয় চার মাসের মাথায়। ২০০১ সালে সৈয়দ মোয়াজ্জেম আলীকে পররাষ্ট্র সচিবের পদ থেকে পাঁচ মাসের মাথায় সরিয়ে দেওয়া হয়। সৈয়দ মোয়াজ্জেম আলীকে ২০০১ সালের মার্চে আওয়ামী লীগ সরকার নিয়োগ দেয়।

আরও পড়ুন

×