ঢাকা বুধবার, ২৫ জুন ২০২৫

‘কাজী নজরুলের মতো সাহস নেই এখনকার কবিদের’

‘কাজী নজরুলের মতো সাহস নেই এখনকার কবিদের’

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২১ মে ২০২৫ | ০৫:২৮

জাতীয় কবিতা পরিষদের ৩১তম কবিতা পাঠ ও আলোচনা অনুষ্ঠান হয়েছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন (১১ জ্যৈষ্ঠ) উপলক্ষে গতকাল মঙ্গলবার রাজধানীর সাওল হার্ট সেন্টারের কাজল মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে অংশ নেন দেশবরেণ্য কবিরা।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন কবিতা পরিষদের সাধারণ সম্পাদক কবি রেজাউদ্দিন স্টালিন। তিনি কাজী নজরুল ইসলামের জীবনী ও সাহিত্য নিয়ে আলোচনা করেন।

রেজাউদ্দিন স্টালিন বলেন, “কাজী নজরুল ইসলাম এখনও খুবই প্রাসঙ্গিক। সে সময়ে তাঁর যে সাহস ছিল, সেই সাহস এখনকার কবিদের নেই বললেই চলে। নারীর পক্ষে বলার জন্য ধর্মান্ধরা তাঁকে ‘কাফের’ আখ্যা দিয়েছিল। ধর্ম, রাজনীতিসহ সমকালীন সব বিষয়ে নজরুল লিখেছেন।”
অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন মোহন রায়হান, রেজাউদ্দিন স্টালিন, শহীদুল্লাহ ফরায়জী, এ বি এম সোহেল রশীদ, শ্যামল জাকারিয়া, শাহীন রেজা প্রমুখ।

আরও পড়ুন

×