ঢাকা বুধবার, ২৫ জুন ২০২৫

আফতাবনগর ও মেরাদিয়ায় পশুর হাট বসবে না 

হাইকোর্টের আদেশ বহাল

আফতাবনগর ও মেরাদিয়ায় পশুর হাট বসবে না 

আফতাবনগর পশুর হাট (ফাইল ফটো)

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২১ মে ২০২৫ | ২০:৩৫ | আপডেট: ২১ মে ২০২৫ | ২০:৩৮

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর বনশ্রীর মেরাদিয়ায় ও আফতাবনগরে পশুর হাট না বসানোর বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রাখা হয়েছে। বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক পৃথক আবেদনে এই আদেশ দেন। 

আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। অন্যদিকে সিটি করপোরেশনের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

২৯ এপ্রিল ও ৪ মে পৃথক রিটের শুনানি নিয়ে আফতাবনগর ও বনশ্রী এলাকায় কোরবানির পশুর হাট বসানো-সংক্রান্ত সিটি করপোরেশনের ইজারা বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত করেন হাইকোর্ট। পরে ওই আদেশের বিরুদ্ধে পৃথক আবেদন করে সিটি করপোরেশন কর্তৃপক্ষ। 
 

আরও পড়ুন

×