আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
আসামি গ্রেপ্তারের ক্ষমতা পেল প্রসিকিউশন

ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৩ মে ২০২৫ | ০৫:০৪
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে জড়িত আসামিদের গ্রেপ্তারের ক্ষমতা পেলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রুলস সংশোধন করে বৃহস্পতিবার রাতে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে সমকালকে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি বলেন, ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার তদন্তকারী কর্মকর্তা এবং তদন্ত কর্মকর্তা হিসেবে ক্ষমতাপ্রাপ্ত প্রসিকিউটরকে এ ক্ষমতা দেওয়া হয়েছে।
বিচারপতি মো. গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল গতকাল এ-সংক্রান্ত কার্যবিধি সংশোধন করেন। এর পর গেজেট প্রকাশ করা হয়। ফলে এখন থেকে তদন্ত সংস্থার পাশাপাশি প্রসিকিউশনের তদন্ত কর্মকর্তা হিসেবে ক্ষমতাপ্রাপ্তরা আসামি গ্রেপ্তার করতে পারবেন।
এ ছাড়া অপরাধী সংগঠন হিসেবে শাস্তির ব্যবস্থার পদ্ধতি ঠিক করা হয়েছে। পাশাপাশি চিফ প্রসিকিউটর চাইলে ট্রাইব্যুনালের কোনো মামলা সাধারণ আদালতে বিচারের জন্য পাঠাতে পারবেন।
তবে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক আনসার উদ্দিন খান পাঠান সমকালকে বলেন, তদন্ত সংস্থাকে আগে থেকেই আসামি গ্রেপ্তারের ক্ষমতা দেওয়া আছে। এর আগে জুলাই-আগস্ট গণহত্যার অপরাধের মামলায় আসামিদের গ্রেপ্তার করতে নিজস্ব ক্ষমতা চেয়ে সরকারের কাছে প্রস্তাবনা পাঠানো হয়। সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের কয়েকটি ধারা সংশোধন করে সরকার। পরীক্ষা-নিরীক্ষার পর গতকাল কার্যবিধি সংশোধন করা হয়।
তদন্ত কর্মকর্তারা জানান, প্রসিকিউটরদের আসামি গ্রেপ্তারের ক্ষমতা থাকলে অনেক ক্ষেত্রে সুবিধা পাওয়া যাবে। অনেক সময় আসামি চিহ্নিত হওয়ার পর ট্রাইব্যুনাল থেকে ওয়ারেন্ট আদেশ নিয়ে যেতে যেতে আসামি পালিয়ে যায়।
- বিষয় :
- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল