গান আবৃত্তি ও ভালোবাসায় সন্জীদা খাতুনকে স্মরণ

ছায়ানটে ‘বিশ্ব হতে হারিয়ে গেছে স্বপ্নলোকের ছায়া’
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৪ মে ২০২৫ | ২৩:৫৮
গান, আবৃত্তি ও স্মৃতিচারণার মধ্য দিয়ে ছায়ানটে স্মরণ করা হলো প্রয়াত রবীন্দ্রসংগীতশিল্পী, লেখক, গবেষক, সংগঠক, সংগীতজ্ঞ সন্জীদা খাতুনকে। জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, ঢাকা মহানগর শাখার আয়োজনে গতকাল শনিবার ছায়ানটের রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্রে অনুষ্ঠিত হয় সন্জীদা খাতুন স্মরণে ‘বিশ্ব হতে হারিয়ে গেছে স্বপ্নলোকের ছায়া’ শীর্ষক এ বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠানে স্মৃতিচারণার মধ্য দিয়ে তুলে ধরা হয় সন্জীদা খাতুনের অনন্য জীবনের বিভিন্ন দিক।
অনুষ্ঠানের শুরুতে সম্মেলক কণ্ঠে পরিবেশিত হয় গান– ‘তোমার সুরের ধারা’। সভাপতির বক্তব্যে লোপা আহমেদ স্মরণ করেন সন্জীদা খাতুনের সাংস্কৃতিক নানা অবদানের কথা। পরে গান পরিবেশন করেন শিল্পী সুমা রারী রায় ‘পথে চলতে চলতে’। শিল্পী মহুয়া মঞ্জরী সুনন্দা শোনান ‘যদি জানতেম আমার কিসের ব্যথা’। শিল্পী দীপা নিশিত শোনান ‘জানি জানি গো দিন যাবে’।
স্মৃতিচারণ অংশে ওসমান কায়সার চৌধুরী স্মরণ করেন তাঁর সঙ্গে সন্জীদা খাতুনের কাটানো দীর্ঘ কর্মযাত্রা ও সাংস্কৃতিক আন্দোলনের নানা মুহূর্ত। এরপর পরিবেশিত হয় সেঁজুতি মজুমদারের কণ্ঠে ‘জীবন যখন শুকায়ে যায়’। শিবেশ কীর্তনিয়া শোনান ‘যিনি সকল কাজের কাজী’ ও স্বাতী সরকারের পরিবেশনায় ‘প্রেম এসেছিল নিঃশব্দ চরণে’ গানগুলো। প্রতিটি গানে যেন প্রতিধ্বনিত হচ্ছিল সন্জীদা খাতুনের আত্মার মাধুর্য।
সন্জীদা খাতুন সম্পর্কে এরপর স্মৃতিচারণ করেন ভীষ্মদেব চৌধুরী। আবৃত্তি পরিবেশন করেন জহিরুল হক খান। আজিজুর রহমান তুহিন পরিবেশন করেন গান– ‘তুমি তো সেই যারে চিরকাল খুঁজি’ ও সাদিয়া হোসেন পাপড়ি গেয়ে শোনান– ‘তুমি তো সেই যারে হেঁটে চলে’।
রত্না তাবাসসুম নবীন স্মৃতিকথায় তুলে ধরেন সন্জীদা খাতুনের বর্ণাঢ্য জীবনের বিভিন্ন দিক। এরপর বুলবুল ইসলাম ও লাইসা আহমেদ লিসা পরিবেশন করেন ‘চিরসাথী হে ছেড়ো না’। সবশেষে সম্মেলক কণ্ঠে শিল্পীরা গেয়ে
শোনান– ‘আসা যাওয়ার পথের ধারে’ ও ‘এবার দুঃখ আমার’।
- বিষয় :
- উৎসব পালন