আনিসুল হকের সহযোগী তৌফিকার বিরুদ্ধে মামলা

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৫ মে ২০২৫ | ০১:১৫
অবৈধ সম্পদ অর্জন ও ব্যাংকে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ঘনিষ্ঠ সহযোগী তৌফিকা আফতাব ওরফে তৌফিকা করিমের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল শনিবার কমিশনের ঢাকা-১ কার্যালয়ে মামলাটি করা হয়। রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে গতকাল ব্রিফিংয়ে এ তথ্য জানান সংস্থাটির জনসংযোগ বিভাগের প্রধান মো. আকতারুল ইসলাম।
মামলার এজাহারে বলা হয়, অনুসন্ধানে তৌফিকা করিমের নামে ৫৯ কোটি ২৩ লাখ টাকার অবৈধ সম্পদ ও ব্যাংকে ৩৭৪ কোটি ৫১ লাখ টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। তাঁর নামে গ্রহণযোগ্য দুই কোটি ৬২ লাখ টাকার সম্পদ পাওয়া যায়। তিনি নিজ নামে ৮৮টি হিসাবের মাধ্যমে ২০১ কোটি ৮৮ লাখ টাকা জমা ও ১৭২ কোটি ৬২ লাখ টাকা উত্তোলনসহ সর্বমোট ৩৭৪ কোটি ৫১ লাখ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন।
- বিষয় :
- বিচার শুরু