নদীতে ভেসে উঠল দুই বোনের মরদেহ

জান্নাত, রাইসা
সমকাল ডেস্ক
প্রকাশ: ১৪ জুন ২০২৫ | ০০:৫৭
বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় গজারিয়া নদীতে নিঁখোজ দুই বোনের মৃতদেহ উদ্ধার হয়েছে। এ ছাড়া বান্দরবানের আলীকদমে স্রোতে ভেসে যাওয়া পর্যটক ও মানিকগঞ্জের দৌলতপুরে যমুনায় নিখোঁজ অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ পাওয়া গেছে।
গজারিয়া নদীতে গত বুধবার দুপুরে গোসলে গিয়ে নিখোঁজ হয় জয়নগর ইউনিয়নের রফিকুল ইসলাম সরদারের মেয়ে রাইসা (১২) ও ঢাকার গেন্ডারিয়া এলাকার জসিম বেপারির মেয়ে জান্নাত (১৩)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন। দু’দিন পর গতকাল তাদের মৃতদেহ উদ্ধার হয়েছে। দুপুরে মৃতদেহ দুটি ভেসে উঠলে নৌপুলিশ উদ্ধার করে। রহমানের হাট খেয়াঘাট এলাকায় গোসলের সময় তারা স্রোতের টানে ভেসে যায়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি চালিয়ে ব্যর্থ হয়। নানাবাড়িতে ঈদ উদযাপনের জন্য পরিবারের সঙ্গে জান্নাত জয়নগর এসেছিল।
বান্দরবানের আলীকদমে উদ্ধার পর্যটকের নাম স্মৃতি ইসলাম। গতকাল দুপুরে উপজেলার তৈনখালের আমতলী নৌঘাট এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে বৃহস্পতিবার জুবাইরুল ইসলাম নামে এক পর্যটকের লাশ উদ্ধার হয়। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন ট্যুর গ্রুপের সহসমন্বয়ক হাসান চৌধুরী। গতকাল সকালে তৈনখালের আমতলী নৌঘাট এলাকায় লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা লাশটি উদ্ধার করেন।
৯ জুন ট্যুর এক্সপার্ট নামে ৩৩ জনের একটি পর্যটক দল থানচি-আলীকদমের মাঝখানে অবস্থিত ক্রিসতং পাহাড়ে বেড়াতে যায়। একটি পাহাড়ি ঝরনা পার হতে গিয়ে দুই পর্যটক ও একজন ট্যুর অপারেটর প্রবল স্রোতে ভেসে যান।
অন্যদিকে মানিকগঞ্জের দৌলতপুরের ইসলামপুর এলাকায় যমুনা নদীতে নিখোঁজ অন্তঃসত্ত্বা বর্ষা খাতুনের মরদেহ গতকাল সকালে উদ্ধার করা হয়েছে। তবে এখনও শিশু লামিয়া খাতুনের সন্ধান মেলেনি। বর্ষা উপজেলার বাচামারা ইউনিয়নের পূর্বপাড়া এলাকার আব্দুল বয়াতীর মেয়ে। গতকাল সকালে ঘটনাস্থলের অদূরে ভাটিতে ভাসমান অবস্থায় বর্ষার মরদেহ দেখতে পান স্থানীয়রা। গত বুধবার দুপুরে বাচামারা ইউনিয়নের বাচামারা পূর্বপাড়া এলাকায় যমুনায় পাঁচজন গোসল করতে নেমে স্রোতে ভেসে যান। তিনজন জীবিত উদ্ধার হলেও বর্ষা খাতুন ও লামিয়া খাতুন নিখোঁজ ছিল।
(তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট ব্যুরো ও প্রতিনিধিরা)
- বিষয় :
- মৃত্যু