কেরানীগঞ্জে আইএফআইসি ব্যাংক
১৫ লাখ টাকা চুরির মামলায় নৈশপ্রহরীর ২ সহযোগী রিমান্ডে

ফাইল ছবি
আদালত প্রতিবেদক
প্রকাশ: ১৬ জুন ২০২৫ | ০২:১৪
কেরানীগঞ্জে আইএফআইসি ব্যাংকের ভল্ট ভেঙে ১৫ লাখ টাকা চুরির মামলায় দু’জনকে একদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। গতকাল রোববার ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ কে এম মহিউদ্দিন এ আদেশ দেন।
আসামিরা হলেন- ব্যাংকের নৈশপ্রহরীর দুই সহযোগী আল আমিন হাওলাদার ও ইমরান শেখ।
গত ১১ জুন মামলার তদন্ত কর্মকর্তা কেরানীগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক সুমন মিয়া আসামিদের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রিমান্ড শুনানির জন্য ১৫ জুন দিন ধার্য করেন আদালত। গতকাল আসামিদের আদালতে হাজির করে পুলিশ। রিমান্ড শুনানি শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।
আসামিপক্ষের আইনজীবী আব্বাস উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন। ১১ জুন আইএফআইসি ব্যাংকের ভল্ট থেকে টাকা চুরির ঘটনায় ব্যাংকের নৈশপ্রহরী মো. সিয়াম দায় স্বীকার করে জবানবন্দি দেন।
মামলা সূত্রে জানা গেছে, গত ৯ জুন রাতে রোহিতপুর বোর্ডিং মোড় এলাকার ইস্পাহানি স্কুল অ্যান্ড কলেজ মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত আইএফআইসি ব্যাংকটির ভল্ট ভেঙে ১৫ লাখ ২০ হাজার টাকা চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ একটি চক্র। এ ঘটনার পরই ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা (ডিবি) পুলিশ এবং কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের যৌথ অভিযানে তিনজনকে আটক করা হয়।