ডেঙ্গু আক্রান্ত সাত হাজার ছাড়াল

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২০ জুন ২০২৫ | ২১:৩২
সারাদেশে শুক্রবার সকাল আটটা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরও ১৫১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্তের মোট সংখ্যা দাঁড়াল সাত হাজার ৭৭ জন। এদের মধ্যে ৩ হাজার ২৮০ জনই বরিশাল বিভাগের; মোট রোগীর হিসাবে এখানে আক্রান্তের হার ৪৬ দশমিক ৩৪ শতাংশ। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় ডেঙ্গুতে এক নারীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। যদিও এই মৃত্যুর সংখ্যা স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে যুক্ত করা হয়নি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮৬ জন, চট্রগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৫, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৭, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৮ ও দক্ষিণ সিটি করপোরেশনে ১০, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিন এবং রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দু'জন রয়েছেন। গত একদিনে ১১১ ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে এ বছর মোট ছয় হাজার ২১৪ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের ২০ জুন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন সাত হাজার ৭৭ জন। এর মধ্যে ৫৯ দশমিক তিন শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক সাত শতাংশ নারী। এই সময়ে ডেঙ্গুতে ৩০ জন মারা গেছেন। এদের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে, ১৭ জন। এ ছাড়া বরিশালে সাত, চট্টগ্রামে তিন, খুলনায় দুই ও ময়মনসিংহে একজনের মৃত্যু হয়েছে।
২০২৪ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হন একলাখ এক হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনে। এর আগে ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন; আর এক হাজার ৭০৫ জন মারা যান।
কুমিল্লায় এক নারীর মৃত্যু
কুমিল্লা প্রতিনিধি জানান, গত বৃহস্পতিবার রাত ১টার দিকে কুমিল্লা নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লিমা আক্তার (২৪) নামে এক নারীর মৃত্যু হয়েছে। লিমা জেলার বরুড়া উপজেলার আরিফপুর গ্রামের মৃত মোবারক হোসেন ভূঁইয়ার ছোট মেয়ে। তিনি দাউদকান্দির গৌরিপুর পালপাড়া গ্রামের সৌদি প্রবাসী আরিফ হোসেনের স্ত্রী। তার এক ছেলে ও মেয়ে রয়েছে।
ওই নারীর বড় ভাই ফয়সাল আহমেদ ভূঁইয়া জানান, গত ১৩ জুন ডেঙ্গু আক্রান্ত হলে লিমাকে প্রথমে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে কুমিল্লা নগরীর একটি বেসরকারি হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।