ঢাকা রবিবার, ১৩ জুলাই ২০২৫

সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার আটক

সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার আটক

পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক মো. ইকবাল বাহার। ফাইল ছবি

সমকাল প্রতি‌বেদক

প্রকাশ: ২০ জুন ২০২৫ | ২১:৪৮ | আপডেট: ২০ জুন ২০২৫ | ২৩:০৫

পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ইকবাল বাহারকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বেইলি রোড এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়। পরে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয় ইকবাল বাহারকে।  

ডিবির যুগ্ম–কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম সমকালকে বলেন, ডিবি হেফাজতে নিয়ে ইকবাল বাহারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই মুহূর্তে এর বেশি কিছু বলা যাচ্ছে না। 

এদিকে সাবেক এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে বা তাকে গ্রেপ্তার দেখানো হবে কিনা তা জানায়নি ডিবি। জিজ্ঞাসাবাদের পর এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। 

ইকবাল বাহার সর্বশেষ রাজারবাগ টেলিকমের অতিরিক্ত মহাপরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তাকে অতিরিক্ত আইজিপি হিসেবে রাজারবাগ টিঅ্যান্ডআইএমে বদলি করা হয়। ২০২০ সালে তিনি অবসরে যান।

আরও পড়ুন

×