সম্মিলিত ইউনানী-আয়ুর্বেদিক চিকিৎসক পরিষদের সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২০ | ০১:৪৩
সম্মিলিত ইউনানী-আয়ুর্বেদিক চিকিৎসক পরিষদের এক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে ঢাকার বাংলামটরের হামদর্দ বাংলাদেশ-এর প্রধান কার্যালয় রূপায়ণ ট্রেড সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইউনানী মেডিক্যাল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান এবং হামদর্দ বাংলাদেশ-এর চীফ মোতওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক ড.হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া।
সভায় স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক ওয়েব সাইটে প্রচারিত 'বাংলাদেশ ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসা শিক্ষা আইন, ২০২০' খসড়া আইনটির উপর হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এলামনাই অ্যাসোসিয়েশন এবং দেশীয় চিকিৎসক সমিতির সভাপতি ডা.মিজানুর রহমান আইনের প্রতিটি ধারা, উপ-ধারা বিস্তারিত উপস্থাপনসহ আইনটির বিভিন্ন অসংগতিসমূহ যৌক্তিকভাবে আলোচনা-পর্যালোচনা করেন।
সভাপতি ড. হাকীম মো. ইউছুফ হারুন 'বাংলাদেশ ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসা শিক্ষা আইন, ২০২০' খসড়ার উপর ইউনানী-আয়ুর্বেদিক পেশাজীবী সংগঠনের পক্ষ হতে অসংগতিপূর্ণ ধারাসমূহের উপর যৌক্তিক মতামত প্রদান করে স্বাস্থ্য মন্ত্রণালয় বরাবর পাঠানোর জন্য নেতৃবৃন্দের প্রতি আহবান জানান। সেই সঙ্গে উচ্চ আদালতের নির্দেশনা অনুসারে বিদ্যমান 'দি বাংলাদেশ ইউনানী অ্যান্ড আয়ুর্বেদিক প্র্যাকটিশনার্স অর্ডিন্যান্স, ১৯৮৩-' এর আলোকে অর্ডিন্যান্সকে আইনে পরিণত করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। পাশাপাশি ইউনানী-আয়ুর্বেদিক পেশাজীবীদের অধিকার রক্ষার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
সভায় আইনের খসড়ার উপর আরও মতামত পেশ করেন বাংলাদেশ ইউনানী মেডিক্যাল অ্যাসোসিয়েশন-এর মহাসচিব হাকীম আ.খ. মাহবুবুর রহমান সাকী, ভাইস-চেয়ারম্যান হাকীম এম.এ. কালাম পাটোয়ারী, ঢাকা মহানগর শাখার সভাপতি হাকীম শাহ ইলহাম উল্লাহ চিশতী, বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিক্যাল অ্যাসোসিয়েশন-এর সভাপতি কবিরাজ মো. আব্দুর রব খান, মহাসচিব কবিরাজ মো.শাখাওয়াত হোসেন, দেশীয় চিকিৎসক সমিতির মহাসচিব হাকীম মো. হাবিবুর রহমান, আয়ুর্বেদিক মেডিক্যাল অ্যাসিয়েশনের ঢাকা মহানগর শাখার সভাপতি ডা. সালেহ মো. আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক ডা. মো. আব্দুল মোত্তালিব মতিন, বিইউএমএ ঢাকা মহানগর অ্যাসিয়েশনের সাধারণ সম্পাদক হাকীম মো. রেজাউল করিম, বিইউএমএ-এর যুগ্ম-মহাসচিব হাকীম সৈয়দ মাহমুদুল হাসান মাসউদ, যুগ্ম-সাংগঠনিক সচিব হাকীম মো. আব্দুল্লাহ আল-মামুন, প্রচার ও প্রকাশনা সচিব হাকীম মো. রুহুল আমিন মিলন, এলামনাই অ্যাসোসিয়েশনের ডা. মো. আরেফিন রাসেল, ডা. মো. আনোয়ার হোসেন প্রমুখ।
- বিষয় :
- ইউনানী-আয়ুর্বেদিক চিকিৎসক
- সভা