ঢাকা মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

পর্বতারোহী রেশমা নিহতের ঘটনায় আরেকজন গ্রেপ্তার

পর্বতারোহী রেশমা নিহতের ঘটনায় আরেকজন গ্রেপ্তার

নিহত রেশমা নাহার রত্না

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২০ | ০২:১১

রাজধানীর চন্দ্রিমা উদ্যান এলাকায় গাড়িচাপায় পর্বতারোহী রেশমা নাহার রত্না নিহতের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দারুস সালাম নামে এই ব্যক্তিকে বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে শেরেবাংলা নগর থানা পুলিশ।

এ ঘটনায় এর আগে নাঈম নামে এক গাড়িচালককে গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানো হয়েছে। তবে ঠিক কে ওই হত্যাকাণ্ডের জন্য দায়ী, তা নিশ্চিত হতে পারেনি পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের তেজগা্ঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার রুবাইয়াত জামান জানান, আগের আসামীকে জিজ্ঞাসাবাদ, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ঢাকা থেকেই গ্রেপ্তার করা হয়েছে। রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আগের গ্রেপ্তার ভুল ছিল, ঠিক তা নয়। নিখুঁত একটি চার্জশিট দেওয়ার লক্ষ্যেই যাচাই-বাছাই করে নেওয়া হচ্ছে। 

গত ৭ আগস্ট শেরেবাংলা নগর থানার চন্দ্রিমা উদ্যানের লেক রোড এলাকায় সাইকেল চালানোর সময় মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ হারান পর্বতারোহী রেশমা (৩৩)।

আরও পড়ুন

×