ঢাকা শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪

আয়াজ হত্যায় একজনের আমৃত্যু কারাদণ্ড, ৫ জনের যাবজ্জীবন

আয়াজ হত্যায় একজনের আমৃত্যু কারাদণ্ড, ৫ জনের যাবজ্জীবন

ফাইল ছবি

আদালত প্রতিবেদক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২০ | ০২:৩৮ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২০ | ০২:৪৩

স্কুলছাত্র আয়াজ হককে হত্যার মামলায় একজনকে আমৃত্যু কারাদণ্ড এবং পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ইকবাল হোসেন এ রায় ঘোষণা করেন।

রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের ছাত্র আয়াজকে (১৬) হত্যার দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্তের নাম ইনজামামুন ইসলাম ওরফে জিসান। আর যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- তৌহিদুল ইসলাম, মশিউর রহমান আরাফ, তৌহিদুল ইসলাম শুভ, আবু সালেহ মো. নাসিম ও আরিফ হোসেন রিগ্যান।

রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন ইনজামামুল ইসলাম ওরফে জিসান ও তৌহিদুল ইসলাম। অন্য আসামিরা পালাতক রয়েছেন।

২০১৪ সালের ৯ জুন সিটি কলেজে প্রীতি ফুটবল টুর্নামেন্টের দ্বন্দ্ব নিয়ে ধানমন্ডি থানার জিগাতলার যাত্রী ছাউনির কাছে মাধরে আহত হন আয়াজ। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।


whatsapp follow image

আরও পড়ুন

×