২৪ ঘণ্টায় করোনায় ঝরল আরও ৩৭ প্রাণ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২০ | ০৫:০৯ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২০ | ০৫:১৩
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৮৬১ জন। বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত দেশে নতুন করে আরও ১ হাজার ৮৬১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪ লাখ ৮৫ হাজার ৯৬৫ জন। আর গত ২৪ ঘণ্টা করোনায় মৃত্যু হয়েছে আরও ৩৭ জনের, এর ফরে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৯৬৭ জনে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ২৮ জন পুরুষ এবং ৯ জন নারী। তাদের মধ্যে ২৩ জনের বয়স ৬০ বছরের বেশি, ৮ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে এবং ৩ জন করে মোট ৬ জনের বয়স ৪১ থেকে ৫০ এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে।
বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪ হাজার ৪৮৬ জন রোগী করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন। এই নিয়ে মোট সুস্থ রোগীর মোট সংখ্যা হয়েছে ৪ লাখ ১০ হাজার ৪৫২ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে মোট ১৪০টি ল্যাবে ১৬ হাজার ২৬৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ২৯ লাখ ২৭ হাজার ৯২৯টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১১ দশমিক ৪৪ শতাংশ এবং এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৬ দশমিক ৬০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৪ দশমিক ৪৬ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
- বিষয় :
- করোনাভাইরাস
- করোনায় আক্রান্ত
- করোনার মৃত্যু