ঢাকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

ভারতীয় সংবাদমাধ্যমের খবর

১৭ ডিসেম্বর ভার্চুয়াল বৈঠকে বসছেন হাসিনা-মোদি

১৭ ডিসেম্বর ভার্চুয়াল বৈঠকে বসছেন হাসিনা-মোদি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২০ | ০৬:৫৩ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২০ | ০৬:৫৭

একাধিক বিষয় নিয়ে আগামী সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী বৃহস্পতিবার অর্থাৎ ১৭ ডিসেম্বর ভার্চুয়াল বৈঠকে বসবেন শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি। উভয়পক্ষের তরফেই আলোচনার মাধ্যমে বৈঠকের তারিখ ও সময় চূড়ান্ত করা হয়েছে। দুই প্রধানমন্ত্রীর বৈঠক সামনে রেখে ইতোমধ্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা হয়েছে। সেখানে বৈঠকের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

দু’দেশের সীমান্ত যেন শান্তিপূর্ণ ও সুরক্ষিত থাকে, পাশাপাশি ভারতের ক্রেডিট লাইনের আওতায় দ্রুত প্রকল্প বাস্তবায়ন নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা বেশি হাসিনা-মোদি বৈঠকে- এমন তথ্য উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, অন্তত বাংলাদেশের পক্ষ থেকে আলোচনার বিষয় হিসেবে এগুলোকেই প্রাধান্য দেওয়া হবে। জানা গেছে, ওইদিন সকাল ১১টার দিকে বৈঠক শুরু হবে। এক থেকে দেড়ঘণ্টা আলোচনা হতে পারে দুই রাষ্ট্রপ্রধানের। এছাড়া ওই দিন দুই প্রধানমন্ত্রী ভার্চুয়ালি হলদিবাড়ি-চিলাহাটি রেলপথও উদ্বোধন করবেন।

সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়েছে, আগামী ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ঢাকায় আমন্ত্রণ জানানো হয়েছে। করোনা পরিস্থিতির উন্নতি হলে, তিনি ঢাকা সফরে যাবেন। বৈঠকে আমন্ত্রণের বিষয়টি নিয়েও শেখ হাসিনা কথা বলতে পারেন মোদির সঙ্গে।

দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠক ও সফরকে সামনে রেখে ডিসেম্বরের প্রথম সপ্তাহে বিদেশ সচিব মাসুদ বিন মোমেনের দিল্লি যাওয়ার কথা ছিল। তবে তিনি করোনা আক্রান্ত হওয়ায় এই সফর এখন অনেকটা অনিশ্চিত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীকে উদ্বৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে এ বছর মুজিববর্ষ উদযাপিত হচ্ছে। একইসঙ্গে আগামী বছর বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি হবে। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর বৈঠক হবে বলে আমরা আশা করছি। এ লক্ষ্যে আমরা কাজ করছি। এছাড়া বাংলাদেশের আসন্ন বিজয় দিবস উপলক্ষে দু’দেশের প্রধানমন্ত্রীর ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠানের কার্যক্রম চলছে। এ বৈঠকের মধ্যে দিয়ে বাংলাদেশ-ভারত সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছবে বলে তিনি আশা প্রকাশ করেন।

whatsapp follow image

আরও পড়ুন

×