ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

রিমান্ড শেষে কারাগারে গোল্ডেন মনির

রিমান্ড শেষে কারাগারে গোল্ডেন মনির

ফাইল ছবি

আদালত প্রতিবেদক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২০ | ০৭:০৬

অস্ত্র, বিশেষ ক্ষমতা এবং মাদক আইনে রাজধানীর বাড্ডা থানায় করা পৃথক তিন মামলায় মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসীম বৃহস্পতিবার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে আগামী ১৩ ডিসেম্বর জামিন শুনানির দিন ধার্য করেছেন আদালত।

দুই দফায় ২৭ দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার মনিরকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে মামলার তদন্ত সংস্থা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এদিকে মনিরের পক্ষে তার আইনজীবী জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত মনিরকে কারাগারে পাঠিয়ে জামিন শুনানির দিন ১৩ ডিসেম্বর ধার্য করেন। 

গত ২২ নভেম্বর ১৮ দিন এবং ৩ ডিসেম্বর ৯ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। তার আগে গত ২০ নভেম্বর রাতে রাজধানীর বাড্ডায় মনিরের বাড়ি অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় ৬০০ ভরি সোনার গহনা, বিদেশি পিস্তল-গুলি, মদ, ১০টি দেশের বিপুল পরিমাণ মুদ্রা ও নগদ ১ কোটি ৯ লাখ টাকা জব্দ করা হয়েছে।

whatsapp follow image

আরও পড়ুন

×