ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

শেখ হাসিনা ক্ষমতায় বলেই পদ্মা সেতু দৃশ্যমান: তাজুল ইসলাম

শেখ হাসিনা ক্ষমতায় বলেই পদ্মা সেতু দৃশ্যমান: তাজুল ইসলাম

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২০ | ১১:০৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই আজ পদ্মা সেতু দৃশ্যমান হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম। তিনি বলেছেন, দেশে আর্থিক সক্ষমতা এবং একজন শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই এটা সম্ভব হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অর্থ মন্ত্রণালয় আয়োজিত করোনা মোকাবিলা এবং টেকসই ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক পুনরুদ্ধারে সরকারের নেওয়া প্রণোদনা প্যাকেজ বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, পদ্মা সেতু নির্মাণের প্রস্তাবে সে সময় অনেকেই উন্নয়ন সহযোগীদের অর্থায়ন ছাড়া নিজস্ব অর্থে নির্মাণ সম্ভব নয় বলে মন্তব্য করেছিলেন। পদ্মা সেতু না হওয়া নিয়ে অনেকেই ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। সব ষড়যন্ত্র এবং বাধা অতিক্রম করে প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে নিজস্ব অর্থে স্বপ্নের পদ্মা সেতুর পুরো কাঠামো এখন দৃশ্যমান।

তাজুল ইসলাম জানান, করোনা সারাবিশ্বে অর্থনৈতিক অবস্থাকে ভঙ্গুর করে দিলেও শেখ হাসিনার দূরদর্শী চিন্তা-চেতনা এবং সঠিক নেতৃত্বের কারণে বাংলাদেশ অর্থনীতিসহ নানা প্রতিকূলতা অতিক্রম করে উন্নয়নযাত্রা অব্যাহত রেখেছে এবং রূপকল্প-২০৪১-এর পথনকশা অনুযায়ী দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। করোনার ক্ষতিকর প্রভাব দূর করে সমৃদ্ধির ধারা ফিরিয়ে আনতে প্রায় এক লাখ ২২ হাজার কোটি টাকার বিশেষ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। ফলে রপ্তানি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ইত্যাদি বৃদ্ধিসহ অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে।

অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার।

whatsapp follow image

আরও পড়ুন

×