শেখ রেহানা কোয়ারেন্টাইনে
শেখ রেহানা -ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২০ | ১১:২৬
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে যুক্তরাজ্যের লন্ডন থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। এরপর করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে বিদেশ থেকে দেশে এসে কোয়ারেন্টাইনে যান শেখ রেহানা।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে শেখ রেহানার দেশে আসার বিষয়টি নিশ্চিত করে আরও জানানো হয়েছে, বিদেশ থেকে আসার কারণে স্বাভাবিকভাবে শেখ রেহানা বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন।
- বিষয় :
- শেখ রেহানা