গাড়িচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ভিপি নুরের
নুরুল হক নুর -ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২০ | ১২:২২
ডাকসুর সদ্য সাবেক ভিপি নুরুল হক নুরকে ভেবে তার ভাইয়ের মোটরসাইকেলে পেছন থেকে গাড়ি দিয়ে ধাক্কা দেওয়ার অভিযোগ করা হয়েছে। নুরের অভিযোগ, গত বুধবার রাতে রাজধানীর মালিবাগ এলাকায় এ ঘটনায় তাকে গাড়িচাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে।
বৃহস্পতিবার পল্টনে ছাত্র অধিকার পরিষদের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন তিনি।
নুর বলেন, বুধবার রাত ১১টার দিকে পল্টন থেকে তিনি ও তার সহযোদ্ধারা বাড্ডায় বাসায় ফিরছিলেন। তিনি নিয়মিত যে মোটরসাইকেলে চলাফেরা করেন; এদিন ওই মোটরসাইকেলে না গিয়ে একটি ভাড়ায় চালিত প্রাইভেটকারে বাসায় যাচ্ছিলেন। তার ছোট ভাই আমিনুল ইসলাম ও পাঞ্জাবি পরিহিত একজন ছোট ভাই তার মোটরসাইকেলে ফিরছিল। এক পর্যায়ে তারা তাদের থেকে দূরে চলে যায়।
এ ব্যাপারে জানতে চাইলে পুলিশের তেজগাঁও বিভাগের ডিসি হারুন অর রশিদ বলেন, নুর যে অভিযোগ করেছেন; প্রাথমিক তদন্তে এর কোনো সত্যতা পাওয়া যায়নি। অভিযোগে নুর ঘটনার সময় যেখানে তার অবস্থানের কথা বলছেন; মোবাইল কললিস্টে দেখা যায়, সেখানে ওই সময় তিনি ছিলেন না।
ছোট ভাই আমিনুলের বরাতে ঘটনা বর্ণনা করতে গিয়ে নুর বলেন, মালিবাগ ফ্লাইওভার থেকে নামার সময় একটি প্রাইভেটকার তাদের মোটরসাইকেলকে অনুসরণ করে তাড়া করে এবং পরপর মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করে।
মোটরসাইকেল চালক আমিনুল ইসলাম কৌশলে প্রাইভেটকারের ধাক্কা এড়িয়ে গেলে পরে হাতিরঝিল থানার ডিআইটি রোডে আবুল হোটেলের সামনে পুনরায় মোটরসাইকেলটিকে ধাক্কা দেওয়ার চেষ্টা করে। বিষয়টি তাকে ফোন করে জানানো হলে সেখানে যান। ইতোমধ্যে স্থানীয় জনসাধারণ এগিয়ে আসতে থাকলে প্রাইভেটকারটি ইউটার্ন নিয়ে চলে যায়। এ ঘটনাকে 'গাড়িচাপা দিয়ে হত্যার চেষ্টা' দাবি করে নুর বলেন, তিনি মোটরসাইকেলে চলাচল করেন- এটা অনেকে জানেন। মোটরসাইকেলে তারা আমাকে মনে করে পরপর তিনবার ধাক্কা দেওয়ার চেষ্টা করেছে। গাড়িচাপা দিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে ঘটনাটি ঘটিয়েছে বলে বিশ্বাস করেন তিনি।
নুরুল হক জানান, এ ঘটনার তদন্ত করে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়ে ভোর সাড়ে ৪টার দিকে হাতিরঝিল থানায় লিখিত অভিযোগ করেছেন।