যেনতেন প্রকল্পে অর্থ বরাদ্দ চলবে না: কৃষিমন্ত্রী

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৭ মার্চ ২০২১ | ০৯:৪০
কৃষি গবেষণা ফাউন্ডেশনকে (কেজিএফ) বরাদ্দপ্রাপ্ত অর্থের যথাযথ ও সুষ্ঠু ব্যবহারের নির্দেশ দিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেছেন, সরকার কেজিএফকে যে উদ্দেশ্যে অর্থ বরাদ্দ দিয়েছে, সে লক্ষ্য অর্জনে অর্থের যথাযথ ও সুব্যবহার করতে হবে। প্রকল্প গ্রহণে অত্যন্ত সতর্ক হতে হবে। যেনতেন প্রকল্পে অর্থ বরাদ্দ দিলে চলবে না।
রোববার রাজধানীতে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে কেজিএফ আয়োজিত 'সার্বিক অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা' বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, এক সময় দেশে গবেষণার প্রায় পুরোটাই ছিল বিদেশি সাহায্যনির্ভর। কিন্তু বর্তমান কৃষিবান্ধব সরকার কৃষি গবেষণার পাশাপাশি কৃষির উন্নয়নে অত্যন্ত গুরুত্ব দিয়ে উদারভাবে পর্যাপ্ত অর্থ বরাদ্দ দিচ্ছে।
কেজিএফের চেয়ারম্যান ও বিএআরসির নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মেসবাহুল ইসলাম ও কেজিএফের প্রোগ্রাম স্পেশালিস্ট (হর্টিকালচার) ড. শাহাবুদ্দীন আহমদ।
২০২০-২১ অর্থবছরের ফেব্রুয়ারি পর্যন্ত ৬৪টি প্রকল্পের বিপরীতে কেজিএফ ৩২ কোটি ১৯ লাখ টাকা বরাদ্দ পেয়েছে বলে সভায় জানানো হয়।