বাজারে এলো হামদর্দ বাসক

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ মার্চ ২০২১ | ০০:৫০
হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াকফ) বাংলাদেশের নতুন ওষুধ হামদর্দ বাসক বাজারে এসেছে। রাজধানীর বাংলামটরে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে এক আনন্দঘন আয়োজনের মাধ্যমে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া মোড়ক উন্মোচন করে হামদর্দ বাসক-এর আনুষ্ঠানিক বিপণন কার্যক্রম শুরু করেন।
এ সময় হামদর্দ-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ও মোতাওয়াল্লী মোহাম্মদ জামাল উদ্দিন রাসেলসহ বিভিন্ন বিভাগের পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন। পরিচালক (মার্কেটিং) মোহাম্মদ শরীফুল ইসলাম শুভেচ্ছা জ্ঞাপন করেন ও নতুন ওষুধ হামদর্দ বাসক সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
উল্লেখ্য সারাদেশের সকল উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে মোড়ক উন্মোচন ও কেক কেটে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। একইসাথে প্রায় তিনশত চিকিৎসা ও বিক্রয়কেন্দ্রে এ উপলক্ষে রয়েছে বিশেষ আয়োজন। শত বছরের বিশ্বস্ত ও পরীক্ষিত প্রতিষ্ঠান হামদর্দ-এর নতুন ওষুধ হামদর্দ বাসক শুষ্ক অস্বস্তিকর কাশি, অ্যালার্জি ও ধূমপানজনিত কাশি, স্বরভঙ্গ ও গলাব্যাথা, হাঁপানি এবং শ্বাসতন্ত্রের সংক্রমণ প্রতিকারে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- হামদর্দ
- বাসক
- প্রেস রিলিজ
- সংবাদ বিজ্ঞপ্তি