ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

জাতিসংঘ মিশনে যাচ্ছেন চার নারী বিচারক

জাতিসংঘ মিশনে যাচ্ছেন চার নারী বিচারক

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাত্রার আগে দুই নারী বিচারককে রোববার সচিবালয়ে বিদায়ী শুভেচ্ছা জানান আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ারসহ অন্য কর্মকর্তারা- সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৮ মার্চ ২০২১ | ০১:১০ | আপডেট: ১৫ এপ্রিল ২০২১ | ০৩:৩৫

প্রথমবারের মতো জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে 'জুডিশিয়াল এক্সপার্ট' বা বিচারবিষয়ক বিশেষজ্ঞ হিসেবে যোগ দিতে যাচ্ছেন বাংলাদেশের অধস্তন আদালতের চার নারী বিচারক। তারা আগামী এক বছর সুদান ও সোমালিয়ায় বিচারিক অভিজ্ঞতা বিনিময় করবেন। পাশাপাশি ওই দুই দেশের বিচার বিভাগকে সমৃদ্ধ করতে গবেষণাসহ বিচারিক বিভিন্ন বিষয়ে পরামর্শ দেবেন।

আন্তর্জাতিক নারী দিবসে সোমবার দু'জন এবং চলতি মাসেই অন্য দু'জন জাতিসংঘ মিশনে অংশ নিতে বাংলাদেশ ছাড়ছেন। দেশের বিচার বিভাগের ইতিহাসে এর আগে কোনো বিচারপতি এ ধরনের মিশনে অংশ নেননি।

এই চার নারী বিচারক হলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেবুন্নাহার আয়শা, জামালপুরের যুগ্ম জেলা ও দায়রা জজ লুবনা জাহান, আইন মন্ত্রণালয়ের সংযুক্ত যুগ্ম জেলা জজ আফসানা আবেদীন এবং টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম নওরিন মাহবুবা। তাদের আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করে জাতিসংঘ মিশনে যাওয়ার বিষয়টি অনুমোদন করা হচ্ছে।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বঙ্গবন্ধু প্রণীত সংবিধানেই নারী ও পুরুষের সমানাধিকারের কথা বলা হয়েছে। চার নারী বিচারকের শান্তিরক্ষা মিশনের কর্মসূচিতে যাওয়াটা তারই ধারাবাহিকতা।

সুপ্রিম কোর্টের তথ্যানুযায়ী, ২০০০ সালের আগে উচ্চ আদালতে কোনো নারী বিচারপতিই ছিলেন না। তবে এখন হাইকোর্ট বিভাগে সাতজন নারী বিচারপতি কর্মরত।

নারী বিচারকদের অগ্রযাত্রা সম্পর্কে বাংলাদেশ মহিলা জজ অ্যাসোসিয়েশনের সভাপতি জ্যেষ্ঠ জেলা জজ শামীম আহাম্মদ বলেন, 'আপিল বিভাগে নারী বিচারপতির সংখ্যা এখন শূন্য। নারী ও পুরুষের সমতা রাষ্ট্রের অন্য অঙ্গগুলোর মতোই পুরো বিচার বিভাগে কাম্য।'


আরও পড়ুন

×