ঢাকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

মেঘনায় জাটকা ধরায় ৩১ জেলের জেল

মেঘনায় জাটকা ধরায় ৩১ জেলের জেল

বরিশাল ব্যুরো

প্রকাশ: ০৮ মার্চ ২০২১ | ০৭:৪৭

ইলিশের ষষ্ঠ অভয়াশ্রাম মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ইলিশ ধরায় ৩১ জেলেকে এক বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সোমবার দুপুরে তাদের এ দণ্ডাদেশ দেন।

হিজলা উপজেলা মৎস কর্মকর্তা মো. হালিম জানান, রোববার গভীর রাত থেকে সোমবার সকাল পর্যন্ত হিজলা উপজেলা সংলগ্ন মেঘনার নদীতে নৌ পুলিশ ও কোস্টগার্ডের সহায়তায় অভিযান চালানো হয়। এ সময় মেঘনায় ইলিশ আহরণকারী ৩২ জেলেকে আটক করা হয়। তাদের মধ্যে একজন কিশোর হওয়ায় তাকে ছেড়ে দিয়ে বাকি ৩১ জনকে সোমবার দুপুরে এক বছর করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

দেশের ৫টি অভায়াশ্রমে গত ১ মার্চ থেকে টানা দুইমাস ইলিশ নিধন নিষিদ্ধ করা হয়েছে। জাটকা ইলিশ (১০ ইঞ্চির কম সাইজের) পরিপূর্ণ হওয়ার সুযোগ করে দিতে মৎস্য অধিদপ্তর এ পদক্ষেপ নিয়েছে। 

আরও পড়ুন

×